1. একজন ইউটিলিটি ইঞ্জিনিয়ারের কাজ কি কি?
- ফুল ইউটিলিটি সিস্টেম মনিটরিং করা যেন প্লান্টের কোন ব্রেকডাউন না হয় এবং সম্পুর্ন সচল রাখা।
- কোথায় কোথায় পাওয়ার লস হচ্ছে, কোথায় কোথায় ফুয়েল লস হচ্ছে, কোথায় কোথায় ওয়াটার লস হচ্ছে এটা অবশ্যই লক্ষ রাখতে হবে।
- কম্প্রেসড এয়ার কোথায় কোথায় লিকেজ হচ্ছে সেটা সলভ করতে হবে। এটার কারনে প্রচুর এনার্জি লস হয়। এয়ার কম্প্রেসরের দক্ষতা ৫০% এর উপরে যায় না বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে।
- ইউটিলিট সিস্টেমে যে যে ইকুইপমেন্ট চলে সেগুলার সঠিক রিডিং নিতে হবে।
2. চিলারে কোন ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহার
করা হয়?
R22
Refrigerant ব্যবহার হত। বর্তমানে
R717 ব্যবহার হচ্ছে।
3. AHU তে
সাধারনত কি কি ফিল্টার থাকে?
এখানে এয়ার
ফিল্টার প্রাইমারী হেপা ফিল্টার এবং পরবর্তি ইন্টারমিডিয়েট ফিল্টার থাকে।
4. AHU এর
পুর্ন অর্থ কি?
AHU মানে হচ্ছে
এয়ার হ্যান্ডলিং ইউনিট।
5. AHU
safety কি?
লিমিট সুইচ/VCD-Volume
control damper. / একচুয়েটর এবং ডেম্পার এয়ার ফ্লো কম বেশি করতে Damper use হয়।
6. AHU তে
কত প্রকার ফিল্টার লাগে?
দুই প্রকার
ফিল্টার ১। Bag filter ২। Prefilter
7. AHU তে
শব্দ কেন হয়?
বেল্ট লুজ হয়ে
গেলে, নাট বোল্ট লুজ হয়ে গেলে, বিয়ারিং সমস্যর কারনে শব্দ হয়।
8. AHU এর Major Components কি কি?
ব্লোয়ার, ফিল্টার,
মোটর, কন্ডেন্সার কয়েল।
9. Water
leakage কেন হয়?
AHU এর কালেক্টিং ট্রে এর ড্রেইন লাইন ব্লকেজ হলে পানি লিকেজ হয়। কয়েল লিকেজ এর কারনে পানি লিক হয়।
10. Three
ways valve কি? কিভাবে অপারেট হয়?
এই ভাল্বটি সাপ্লাই ওয়াটার লাইনের সাথে যুক্ত থাকে। চিল্ড ওয়াটার এই ভাল্ব এর মধ্যে
দিয়ে AHU তে প্রবেশ করে এবং রেটার্ন লাইন দিয়ে চিল্ড ওয়াটার বেড়িয়ে যায়।
11. Actuator
কিভাবে কাজ করে?
Actuator
valve এর সাথে যুক্ত থাকে এবং রুম টেম্পেরেচারের ব্যলেন্স অনুযায়ী নিয়ন্ত্রিত হয়।
12. AHU
রানিং কিন্তু কুলিং না হওয়ার কারন?
স্ট্রেইনার
জ্যাম
13. Strainer
এর কাজ কি?
লাইনের ময়লা
আবর্জনা থাকলে তাকে ছেকে দেওয়াই স্ট্রেইনারের কাজ।
14. আউট
লাইনে কেন একচুয়েটর ব্যবহার হয়?
পাওয়ার সেভিং
করার জন্য এবং টেম্পেরেচার কন্ট্রলের জন্য
15. VAV
meaning কি?
Variable
air volume- ডিফিউজার চেক করতে হবে।
16. ড্যম্পার
কত ধরনের হয়?
ড্যম্পার তিন
ধরনের ১। সাপ্লাই এয়ার ড্যাম্পার ২। রেটার্ন এয়ার ড্যাম্পার ৩। ফ্রেশ এয়ার ড্যাম্পার
। এই তিনটি ড্যাম্পার এর কোনটি অফ থাকলে AHU অন হবে না।
17. কুলিং টাওয়ারের ফ্যানের H.P কত?
২০-৩০ H.P
18. ইউটিলিটির পার্ট সমূহ নিম্নরুপ
- ডিজেল জেনারেটর
- এয়ার কম্প্রেসর
- বয়েলার
- চিলার
- HVAC
19. AHU
কত প্রকার?
AHU
দুই প্রকার
১।
সার্কুলেশন টাইপ ( ফার্মাসিটিউক্যালস)
২। নন সার্কুলেশন টাইপ (ইন্ডাস্ট্রিয়াল)
20. ওয়াটার
কুলড চিলারে প্রধান কতটি ইকুইপমেন্ট থাকে?
ওয়াটার কুলড
চিলারের ৫ টি ইকুইপমেন্ট থাকে
- ওয়াটার কুলড চিলার
- কন্ডেন্সার ওয়াটার পাম্প
- চিলড ওয়াটার পাম্প
- কুলিং টাওয়ার
- AHU
AHU
এবং চিলড ওয়াটার পাম্প Evaporator এর সাথে সংযুক্ত থাকে। কুলিং টাওয়ার এবং কন্ডেন্সার
ওয়াটার পাম্প কন্ডেন্সারের সাথে যুক্ত থাকে। চিলড এবং কন্ডেন্সার ওয়াটার পাম্প AHU
এবং কুলিং টাওয়ারে পানি সাপ্লাই করে। AHU এর কাজ হচ্ছে ইভাপরেটর থেকে আসা চিলড ওয়াটারের
সাহায্যে রুমকে ঠান্ডা করা । কুলিং টাওয়ারের কাজ হচ্ছে কন্ডেন্সার থেকে আসা পানির তাপমাত্রা
হ্রাস করে।
21. What
is DBT and WBT?
Dry bulb
temperature and weight bar temperature.
22. AHU
এর রেটার্ন এয়ার (RA) এবং (SA) সাপ্লাই এয়ার টেম্পেরেচার?
RA = 24-26
Degere selciaus, SA = 12-14 degres selcias আশে পাশে হয়। তাহলে রুমে ২২-২৪ সেলসিয়াস
পাওয়া যাবে।
23. ইকুলাইজার
কেন ইন্সটল করা হয়?
এটা দুই বা
ততোধিক কুলিং টাওয়ারের লেভেল এক রাখে।
24. Make
up water কেন প্রয়োজন হয়?
কুলিং টাওয়ার
অপারেশন কন্ডিশনে থাকার ফলে বেশ কিছু কারনে ওয়াটার লস হয়। সাধারনত তিন প্রকারের লস
হয়ঃ ১। ইভাপরেশন ওয়াটার লস হয় ২। ড্রিফট লস ৩। ব্লিড অফ/ব্লো অফ লস।
25. কোন
চিলারে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর ব্যবহার করা হয়?
TR বাড়ার সাথে
সাথে কম্প্রেসরের টাইপ ও পরিবর্তন হয়। 400-600 TR এর উপরে চিলারের জন্য সেন্ট্রিফিউগাল
কম্প্রেসর ব্যবহার হয়।
26. চিলড
ওয়াটার CHW পাইপলাইনে কেন ইনসুলেট ব্যবহার করি?
হিট লসের কারনে।
27. কত প্রকার চিলার ব্যবহার হয়?
১। এয়ার কুল্ড চিলার
২। ওয়াটার কুলড চিলার
28. চিলার কোন কোন গ্যস ব্যবহার হয়?
চিলারে দুই প্রকার গ্যাস ব্যবহার হয়-১। R134a ২। R22 ৩।
R410a
29. চিলারের সেফটি ডিভাইস কি কি?
১। Oil sensor যেটা কম্প্রসরে থাকে এবং কম হলে সিগনাল দিবে।
ওয়েল সেন্সর ওয়েল প্রেসার, ওয়েল টেম্পেরেচার এগুলো নটিচ করে। ২। হাই প্রেসার সেন্সর-
গ্যাসের প্রেসার বেশি হলে এটা নটিচ করবে ৩। লো প্রেসার সেন্সর- গ্যাসের প্রেসার লো
হলে এটা নটিচ করবে। ৪। Anti freeze.
30. হঠাৎ চিলার বন্ধ হলে কি করবেন?
প্রথমে গিয়ে ডিসপ্লে চেক করতে হবে এবং সেখানে এলার্ম আসবে এবং
ইরোর দেখে এলার্ম রিসিট করতে হবে।
31. চিলার রেফ্রিজারেন্ট সাইকেল কি?
কম্প্রেসর > কন্ডেন্সার > এক্সপানশ ভাল্ব
32. ফ্লো সুইচ ব্যবহার কেন করা হয়?
ফ্লো সুইচ ওয়াটার ফ্লো হচ্ছে না হচ্ছে না সেটা দেখার জন্য।
33. এক্সপানশন ডিভাইসের মেইন কাজ কি?
এক্সপানশন ডিভাইসের মেইন কাজ হল রেফ্রিজারেন্ট প্রেসার
এবং টেম্পেরেচার ডাউন করা। প্রায় ৫০%। প্রেসার এবং টেম্পেরেচার ডাউন হবার পর এটা লিকুইড
এ কনভার্ট হয় ফলে আমরা এটা কুলিং এ ব্যবহার করতে পারি। এই লিকুইড কন্ডেন্সার বা হিট
এক্সেঞ্জারের মাধ্যেম পানিকে ঠান্ডা করে এবং AHU তে পাঠায়।
34. USGPM কি?
US gallon per minute
35. CFM to TR?
1 TR = 400 CFM and 1TR = 12000 Btu/3.5KW
36. ASHREA কি?
American Society of Heating,
Refrigerating and Air-Conditioning.
37. ফায়ার ড্যম্পার কেন ব্যবহার হয়?
যখন আগুন লাগে তখন AHU অটোমেটিক বন্ধ হয়ে যায়।
38. VAV এর পুর্ন অর্থ কি?
Variable air volume.এটা যখন ব্যবহার করা হয় তখন AHU তে অটোমেটিক সেনসর লাগানো থাকে
যেন সে অনুযায়ী AHU কন্ট্রোল হয়।
39. চিল্ড ওয়াটার ইনলেট এবং আউটলেট টেম্পেরেচার
কত?
১২ ডিগ্রি সেলসিয়াস ইনলেট এবং ৭ ডিগ্রি সেলসিয়াস আউটলেট টেম্পেরেচার।
40. AHU নয়েজ মাপার যন্ত্রের নাম কি?
ডেসিবেল মিটার
41. চিলার প্রেসার টেস্টিং এর জন্য কোন গ্যস ব্যবহার
হয়?
নাইট্রোজেন গ্যাস ব্যবহার হয়।
42. CFM per person কত?
৩০০ সি এফ এম।
43. FCU unit কি?
এটা হচ্ছে FAN coil unit. ফ্যান সাধারনত সেন্ট্রিফিউগাল টাইপ
হয়ে থাকে।
44. Damper টাইপ সম্পর্কে আলোচনা কর?
Damper manual type হতে পারে আবার Motorized ও হতে পারে। Motorized
হলে সেন্সর থাকবে। সেন্সর দারা টেম্পেরেচার এবং এয়ার ফ্লো মেজার করা হয়। আমরা প্রাইমারী
এয়ার ফিল্টার যেটা ব্যবহার করি তার গ্রেড সাধারনত G4 হয়ে থাকে Washable।
45. ওয়াটার কুলড চিলার এয়ার কুল্ড চিলারের চেয়েবেশি
ব্যবহারের কারন?
এয়ার কুলড চিলারের ফ্যান এর শব্দ হয়ে থাকে, ডাস্ট এর কারনে কন্ডেন্সারের
ফিনগুলো ব্লক হয়ে যায় ইত্যাদী।
46. চিলারের পানিতে কেন কেমিক্যাল ব্যবহার করা হয়?
পানি যেন বিশুদ্ধ থাকে এবং পানিতে যে কোন প্রকার ময়লা না জমে,
পাইপের ক্ষয় রোধের কারনে ইত্যাদী।
47. VRF system a কোন ধরনের কম্প্রেসর ব্যবহার করা
হয়?
স্ক্রল কম্প্রেসর । এটি ৩৬ থেকে ৪০ টন পর্যন্ত হয়ে থাকে। VRF system এর কম্প্রেসর সবসময় রানিং থাকে যখন কোন AC অন করা হয়।
আরো পড়ুনঃ সঠিকভাবে চিলার চালু ও বন্ধের নিয়ম
48. চিলার কিছু কম্পোনেন্ট এর ছবি
সিরিয়াল
নাম্বার |
আইটেমের
নাম |
আইটেমের
ছবি |
মন্তব্য
|
১ |
Flow swtich of chiller |
|
|
২ |
Flow switch ব্লেড |
|
|
৩ |
ইলেক্ট্রিক্যল সুইচ |
|
|
৪ |
এয়ার ভেন্ট |
|
|
৫ |
ওয়াটার ড্রেইন |
|
|
৬ |
|
|
|
Post a Comment