ডায়োড কি (What is diode)
ডায়োড(Diode) এমন একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা কোন সার্কিটে কারেন্টকে একদিকে প্রবাহিত হতে দেয় এবং বিপরীত দিকে কারেক্টকে প্রবাহিত হতে বাধা দেয়। একদিকে বিদ্যৎ প্রবাহিত করার প্রবনতাকে রেক্টিফিক্যাশন বলা হয়। এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। এর একদিকের রেজিস্ট্যান্স প্রায় শুন্য এবং অপরদিকের রেজিস্ট্যান্স অনেক বেশি। এটি মূলত সেমিকন্ডাক্টর সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে দিয়ে তৈরি। All types of diodesএর দুইটি ইলেক্ট্রোড থাকেঃ-
১। এ্যনোড (সিলভার কালারের বিপরীত প্রান্তকে সাধারনত এ্যনোড ধরা হয়)
২। ক্যাথোড (সিলভার কালারের লাইনের প্রান্ত সাধারনত ক্যাথোড হয়)
যেভাবে ডায়োড কাজ করে (How diode works)
ডায়োড মুলত P Type এবং N types সেমিকন্ডাকটর দিয়ে গঠিত। P Type সেমিকন্ডাক্টরে খুবই নগন্য পরিমান মুক্ত ইলেক্ট্রন থাকে এবং প্রচুর পরিমানে হোল থাকে। একারনেই P Type সেমিকন্ডাকটরে হোলকে মেজোরিটি চার্জ ক্যারিয়ার এবং মুক্ত Electron কে মাইনোরিটি চার্জ ক্যারিয়ার বলে।অন্যদিকে N type সেমিকন্ডাক্টরে প্রচুর ইলেক্ট্রন থাকে এবং খুবই অল্প পরিমান হোল থাকে তাই এই টাইপ সেমিকন্ডাকটরে ইলেক্ট্রনকে বলে মেজোরিটি চার্জ ক্যারিয়ার এবং হোলকে বলে মাইনোরিটি চার্জ ক্যারিয়ার। All types of diodes
ভোল্টেজের উপর ভিত্তি করে ডায়োডের দুটি কার্যপ্রনালী
ফরোয়ার্ড বায়াস : PN জাংশনে P প্রান্তের সাথে পজিটিভ সোর্স এবং N প্রান্তের সাথে নেগেটিভ সোর্স সংযুক্ত হয় ফলে ভোল্টেজ পটেনশিয়াল বেরিয়ার অতিক্রম করে এবং জাংশনে বিদ্যু প্রবাহিত করে আকে ফরোয়ার্ড বায়াস বলে।রিভার্স বায়াস: PN জাংশনের P স্তরে সাপ্লাই ভোল্টেজ এর নেগেটিভ প্রান্ত এবং N স্তরে সাপ্লাই ভোল্টেজের পজিটিভ প্রান্ত যুক্ত হয়ে জাংশনের রিভার্স বায়াসে পরিনিত হয়।
ডায়োডের প্রকারভেদ (All Types of Diode)
- ফটো ডায়োড (Photo diode)
- জেনার ডায়োড (Zener diode)
- ব্যারিট ডায়োড (Baritt diode)
- পিন ডায়োড (Pin diode)
- গান ডায়োড (Gunn diode)
- টানেল ডায়োড (Tunnel diode)
- লাইট এমিটিং ডায়োড (Light emitting diode)
- ব্যকওয়ার্ড ডায়োড (Backward diode)
- শটকি ডায়োড (Schottky diodes)
জেনার ডায়োডঃ এটি এমন একটি ডায়োড যা সম্মুখে কারেন্ট প্রবাহিত না করে উল্টাদিকে কারেন্ট প্রবাহিত করে। এই ডায়োডে অধিক ভেজাল মিশ্রিত থাকে ভোল্টেজের তুলনায়।
শটকি ডায়োডঃ এই ধরনের ডায়োড সাধারনত কম্পিউটার প্রসেসরে ব্যবহার করা হয় পাওয়াড় সেভিংসের জন্য অর্থাৎ ভোল্টেজ ড্রপ করানোর জন্য। এইকারনে শটকি ডায়োড ব্যবহার করা হয়।
টানেল ডায়োড: টানেল ডায়োড নেগেটিভ রজিস্ট্যনাস শো করে তাই এটি সাধারনত অসিলেটর সার্কিটে ব্যবহার করা হয়।
লাইট এমিটিং ডায়োডঃ এই ডায়োড ফরোয়ার্ড এ কাজ করে। এর ব্যবহার ব্যপক যেমন অডিও সিস্টেম, ডিসজিটাল মিটার, মনিটর ব্যকলাইটে ব্যবহার করা হয়।
পিন ডায়োডঃ অনেক বেশি ফাস্ট কাজের জন্য এই ডায়োড ব্যবহার করা হয়। গিগাহার্ট রেঞ্জে কাজ করতে পারে।
ডায়োডের ব্যবহার (Application of Diode)
- রিভার্স ভোল্টেজ প্রটেকশনে কাজ করে।
- হাই ভোল্টেজ প্রটেকশনে কাজ করে।
- ওয়েভ শেপিং সার্কিটে ব্যবহার হয়।
- ডিটেক্টর হিসেবে কাজ করে থাকে।
- সুইচ হিসেবে কাজ করে থাকে।
- রেক্টিফিয়ার হিসেবে কাজ করে।
- মডুলেশন হিসেবে কাজ করে থাকে।
- এছাড়া লজিক সার্কিটে ব্যবহার করা হয়।
- ক্লিপিং সার্কিটে ব্যবহার হয়।
- ক্ল্যাম্পিং সার্কিটে ব্যবহার হয়।
ডায়োডের উপকারিতা (Advantages of Diodes)
- ডায়োড কম্প্যক সাইজের।
- ডায়োড ব্যবহারে ইলেক্টোনিক সার্কিট ডিজাইন খুবই সহজ বিশেষ করে জেনার ডায়োড।
- ডায়োড কারেন্ট ফ্লো করতে সাহায্য করে।
- Schottky diodes হাই ফ্রিকুয়েন্সিতে চলতে পারে।
- হাই সুইচিং স্পিডে চলতে পারে।
ডায়োডের উপকারিতা (Advantages of Diodes)
- ডায়োড তাপমাত্রার ক্ষেত্রে খুবই সেন্সেটিভ
- এ্যম্লিফিক্যাশন খুবই প্রয়োজনীয় ফটোডায়োড সার্কিটের ক্ষেত্রে
- লাইট এমিটিং ডায়োড খুবই ব্যয়বহুল অনান্য ডায়োডের তুলনায়
- Schottky diodes এ নিম্ন ম্যক্সিমাম রিভার্স ভোল্টেজ
- ডায়োডের উচ্চ রিভার্স কারেন্ট এবং ইম্পিডেন্স থাকে।
Post a Comment