ফ্লাই হুইল কি? কত প্রকার ও কি কি? ফ্লাই হুইলের সাধারন সমস্য (Common problems of flywheel)

https://www.airandhydraulic.com/2022/04/common-problems-of-flywheel.html

ফ্লাই হুইল(Flywheel) হচ্ছে একটি গোলাকার ভারী হুইল বা চাকতি যা ক্র্যাংকশ্যাফটের পিছেনে থাকে এবং একটি ঘুরন্ত শ্যাফটের সাথে যুক্ত থেকে মোটর বা ইঞ্জিন থেকে মসৃণ শক্তি মেশিনে বা গাড়িতে সঞ্জালন করে এবং ঘুর্নায়মান শক্তি সংরক্ষন করে। Common problems of flywheel

ফ্লাই হুইল সাধারনত সকল প্রকার অটোমোবাইল এ ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে। ফ্লাই হুইল এর কাজগুলো নিচে বর্ননা করা হলঃ What is flywheel
  • ফ্লাই হুইল পাওয়ার স্ট্রোকের শক্তি সঞ্জয় করে এবং ইনার্শিয়াসহ ওই শক্তি ব্যবহার করে অনান্য স্ট্রোকগুলো চালনা করতে সাহায্য করে।
  • ইঞ্জিনের গতি বৃদ্ধি করে যখন এটি ইঞ্জিনের সাথে যুক্ত থাকে এবং বিচ্ছিন্ন হলে ইঞ্জিনের গতি কমে এবং ইঞ্জিনকে সুষমগতিতে চলতে সাহায্য করে।
  • ইঞ্জিনের শক্তি কাজে স্থানান্তরিত করা হয়।
  • ইঞ্জিনের প্রত্যেক সাইকেল অপারেশনের সময় যে স্পিড ভ্যারিয়্যশন তৈরি হয় তা ফ্লাই হুইল নিয়ন্ত্রন করে।
  • ইঞ্জিনের স্টার্টিং এর সময় ফ্লাই হুইল গিয়ারের দাত স্টার্টার মোটরের সাথে যুক্ত থাকে এবং যখন কারের চাবি দেওয়া হয় তখন স্টার্টার মোটরের পিনিয়াম ফ্লাইহুইলকে স্পিন্স করে এবং কম্বাশন  প্রক্রিয়াকে সক্রিয় করে।
  • ফ্লাইহুইল ইঞ্জিনের ভাইব্রেশন কমায় এবং স্ট্যাবল করে এবং মাউন্টিং এর সাথে ব্যলান্স করতে সাহায্য করে।

ফ্লাই হুইলের প্রকারভেদ (Types of flywheel): 

মার্কেটের ধরন অনুযায়ী ফ্লাইহুইলকে দুই ভাগে ভাগ করা যায়ঃ- ১। হাই ভেলোছিটি ফ্লাই হুইল ২। লো ভেলোছিটি ফ্লাইহুইল

হাই ভেলোছিটি ফ্লাইহুইল (High velocity flywheel): এই ধরনের ফ্লাই হুইলের এংগুলার ভেলোছিটি ৩০,০০০ থেকে ৬০,০০০ Rpm তে থাকে এবং এগুলোকে এডজাস্ট করে ১,০০,০০০ Rpm এ পরিবর্তিত করা যায়। এতে ম্যাগনেটিক লেভিটেশন হুইল থাকে এবং কম মেইন্টেন্যান্স এর প্রয়োজন হয়। এর আকার,ক্ষমতা এবং ওজন বিবেচনায় এটা হাই ভেলোছিটি হুইল বলা হয়ে থাকে। লো ভেলোছিটি ফ্লাইহুইল এর তুলনায় এটির খরচ তুলনামুলক বেশি। লো ভেলোছিটি ফ্লাইহুইল (Low velocity flywheel): এই ধরনের ফ্লাই হুইলের এংগুলার ভেলোছিটি সাধারনত ১০,০০০ এ থাকে। এই ধরনের হুইল হেভী টাইপের হয় হয় হাই ভেলোছিটি ফ্লাইহুইল এর তুলনায়। এদের ম্যাগনেটিক লেভিটেশন বিয়ারিং নাই এবং প্রিয়ডিক মেইনটেন্যান্স এর প্রয়োজন হয়। এদের ইন্সটল্যাশন এর জন্য স্পেশাল কঙ্ক্রিট এর কন্সট্রাকশনের দরকার হয় এর ওয়েট সাপোর্টের জন্য। হাই ভেলোসিটি হুইল এর চেয়ে এদের খরচ কম হয়ে থাকে।

ফ্লাই হুইলের সাধারন সমস্য (Common problems of flywheel):

ফ্লাইহুইল প্রতিনিয়ত চলার কারনে এটি ধীরে ধীরে খারাপ হতে থাকে। যদি ফ্লাইহুইল খারাপ হয়ে যায় তাহলে কিছু লক্ষ্যনীয় চিনহ দেখা দিবে যেটা এড়িয়ে যাওয়া যাবে না।

স্লিপিং গিয়ারস (Slipping gears): যখন গিয়ার পরিবর্তন হয় তখন গ্রাউন্ড স্পিডের তুলনায় ইঞ্জিন স্পিড বাড়ে সেক্ষেত্রে গিয়ার স্লিপেজ হবে অর্থাৎ ইঞ্জিন স্পিড বাড়লেও গাড়ির স্পিড বাড়ে না। স্লিপিং গিয়ার সাধারনত তখনই হয় যখন অনান্য ক্লাচ পার্ট নষ্ট হয়ে যায় অথবা ইঞ্জিন ওয়েল ফ্লাই হুইল এ পড়ে লিকেজ এর কারনে। এছাড়াও যদি ক্লাচ ধরতে দেরি হয় সেক্ষেত্রে স্লিপিং গিয়ার এর কারন বোঝা যায়।

ক্লাচ চ্যাটার(Clutch chatter): যদি এমন মনে হয় ক্লাচ পেডাল এ প্রচুর ভাইব্রেশন হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ফ্লাইহুইল খারাপ হয়ে গেছে। যখন গাড়ি চালাবেন তখন ফ্লাইহুইল থামতে একটু সময় নিবে এবং যখন ক্লাচ ধরবে এবং ছাড়বে তখন এর সারফেস একটু খাজ খাজ বাধবে। ক্লাচ চ্যাটারিং হওয়ার কারন হচ্ছে খারাপ অথবা ময়লা ডিস্ক, নষ্ট প্রেসার প্লেট বা বিয়ারিং অথবা সারফেস স্মুথ না।

পোড়া গন্ধ (Burn smell): যদি গাড়ীর ভিতরে থাকা অবস্থায় পোড়া পোড়া গন্ধ অনুভব করেন তবে এটা ধরে নিয়ে হবে যে খারাপ ফ্লাই হুইল এর একটি কারন যেহেতু সকল তাপ উৎপন্ন হচ্ছে ক্লাচ ফ্রিকশনের কারনে। যদি ফ্লাইহুইল এ প্রচুর গন্ধ তৈরি হয় তবে ফ্লাইহুইল ওভারহিটিং হচ্ছে তা বুঝতে হবে এবং এটি ভালমত চেক দিতে হবে।

স্টার্ট না হওয়া (Start fail): যদি ফ্লাইহুইল এর দাত নষ্ট হয়ে যায় তাহলে স্টার্টার মোটর ফ্লাইহুইল এর সাথে ঠিকমত লাগবে না এর ফলে গাড়ী সহযে স্টার্ট হবে না। এর সমস্য সমাধানের জন্য যত দ্রুত সম্ভব চেষ্টা করতে হবে। ক্লাচ পেড্যাল ভাইব্রেশন (Clutch pedal vibration): যতবারই আপনি ক্লাচ অপারেট করেন তাহলে ভাইব্রেশন হবে ক্লাচ পেডাল থেকে তবে বুঝতে হবে ফ্লাইহুইল এর স্প্রিং মাউন্ট খারাপ হয়ে গেছে। এটা সাধারনত জানা যায় যে স্প্রিং মেকানিজম ভাইব্রেশন কমায় যখন ক্লাচ ব্যবহার হয়।

ফ্লাইহুইল এর কম্পনেন্ট সমুহ (Components of flywheel):

  • ফ্লাইহুইল হাউজিং (Flywheel housing)
  • স্প্রিং (Springs)
  • ফ্লাইহুইল কভার (Flywheel cover)
  • প্লেন্টারি হুইল (Planetary wheel)
  • এক্সিয়াল স্লাইডিং বিয়ারিং (Axial sliding bearing)
  • রেডিয়াল স্লাইডিং বিয়ারিং (Radial sliding bearing)
  • ফ্লাইহুইল স্লাইডিং শু (Flywheel sliding shoe)
  • লকিং পিনহোল (Locking pinhole)
  • সাপোর্ট ডিস্ক (Support disk)
  • রিং গিয়ার (Ring gear)

ফ্লাই হুইলের ব্যবহার (Applications of flywheel):

  • ওয়াইন্ড টার্বাইনে ব্যবহার করা হয়।
  • মোটর ড্রাইভেন জেনারেটরে ব্যবহার করা হয় শক্তি সঞ্জয়ের জন্য।
  • অটোমোবাইল ইঞ্জিনের ব্যবহার করা হয়।
  • ইলেক্ট্রিক কারে ব্যবহার করা হয় গতি বৃদ্ধির জন্য।
  • উন্নত প্রযুক্তির ট্রানজিট বাস এ ব্যবহার করা হয়।
  • স্যাটেলাইটে ব্যবহার করা হয় ডাইরেকশন কন্ট্রোলের জন্য।
  • বড় ইলেক্ট্রিসিটি গ্রিডে ব্যবহার করা হয় ইন্টেরাপশন প্রটেকশনের জন্য।

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads