রেকটিফায়ার (Rectifier) কি I রেকটিফায়ার এর প্রকারভেদ (Types of Rectifiers) I ফুল ওয়েভ রেকটিফায়ার এর সুবিধা অসুবিধা

রেকটিফায়ার (Rectifier)

রেকটিফিয়ার এমন একটি ডিভাইস যা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রুপান্তরিত করে এবং যে প্রকিয়ার মাধ্যেমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রুপান্তরিত করা হয় যায় সেই প্রক্রিয়াকে রেকটিফিক্যশন বলে। রেকটিফিক্যাশন প্রকিয়া ডায়োডের মাধ্যেম করা হয় বলে ডায়োডকে রেকটিফায়ার বলা হয়।

রেকটিফায়ার এর প্রকারভেদ (Types of Rectifiers)

রেকটিফায়ার দুই প্রকারঃ

1. হাফ ওয়েভে রেকটিফায়ার
2. ফুল ওয়েভ রেকটিফায়ারঃ A) সেন্টার ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার B) ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার।

হাফ ওয়েভে রেকটিফায়ার: হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে এসি কারেন্ট/ভোল্টেজ ইনপুট দিলে তার +Ve Half cycle আউটপুট হিসেবে বের হয় এবং -Ve Half cycle Output এ আসে না।

হাফওয়েভ রেকটিফায়ার Input এবং Output ওয়েভফর্ম
Types of Rectifiers

ফুলওয়েভে রেকটিফায়ার: ফুলওয়েভ রেকটিফায়ার দিয়ে এসি কারেন্ট/ভোল্টেজ ইনপুট দিলে তার +Ve Half cycle এবং -Ve Half cycle আউটপুট হিসেবে বের হয়।
ফুলওয়েভ রেকটিফায়ার Input এবং Output ওয়েভফর্ম
types-of-rectifiers

ফুল ওয়েভ রেকটিফায়ার এর সুবিধা অসুবিধা

  • ফুল ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা বেশি হাফ ওয়েভ রেকটিফায়ার এর তুলনায়।
  • ফুল ওয়েভ রেকটিফায়ার এর আউটপুট ভোল্টেজ অনেক বেশি।
  • রিপল ফ্যাক্টর এর মান কম ফুল ওয়েভের দুটি হাফসাইকেল ই ডিসি হয়।
  • ফুল ওয়েভ রেকটিফায়ারে কম্পোনেন্ট এর পরিমান বেশি লাগে।
  • সেন্টার টপ হারিয়ে গেলে বের করা বেশ কঠিন।

ফুল ওয়েভ রেকটিফায়ার এর পার্থক্য

হাফ ওয়েভ রেকটিফায়ার

ফুল ওয়েভ রেকটিফায়ার

ভোল্টেজ কম পাওয়া যায়

ভোল্টেজ বেশি পাওয়া যায়

কারেন্ট কম পাওয়া যায়

কারেন্ট বেশি পাওয়া যায়

দক্ষতা কম

দক্ষতা বেশি

এই রেকটিফায়ারের নয়েজ কম

এই রেকটিফায়ারে নয়েজ বেশি

এই রেকটিফায়ারে একাধিক ডায়োডের প্রয়োজন

এই রেকটিফায়ারে একটি ডায়োডের প্রয়োজন

ব্যবহার বেশি

ব্যবহার কম


রেকটিফায়ারে ফিল্টার সার্কিটের ব্যবহার

রেকটিফায়ার এর আউটপুট থেকে যে ডিসি ভোল্টেজ পাওয়া যায় তা বিশুদ্ধ নয়। ইলেক্ট্রনিক সার্কিট বা ডিভাইসের জন্য বিশুদ্ধ ডিসি ভোল্টেজ প্রয়োজন হয়। এই কারনে ফিল্টার সার্কিট ব্যবহার করা হয় এবং পালসেটিং ডিসিকে বিশুদ্ধ ডিসিতে পরিনত করা হয়। এই বিশুদ্ধ করতে যে সার্কিট ব্যবহার হয় তাই ফিল্টার সার্কিট হিসেবে পরিচিত। এই ফিল্টার সার্কিট তিন প্রকারঃ
  • সিরিজ ইন্ডাক্টর ফিল্টার
  • ইন্ডাক্টর ও ক্যাপাসিটার ফিল্টার
  • প্যারালেল বা শান্ট ক্যাপাসিটর ফিল্টার।

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads