ইলেকট্রনিক্স I সেমিকন্ডাক্টর I ডুপিং I পি-এনজাংশন I ডায়োড এর আলোচনা

 
ইলেকট্রনিক্স I সেমিকন্ডাক্টর I ডুপিং I পি-এনজাংশন I ডায়োড এর আলোচনা

১। ইলেকট্রনিক্স কী? ইলেকট্রনিক্স ডিভাইস বলতে কি বুঝ? এর কাজ কি (What is electronics? What do you mean by electronics devices? What is its function?

উত্তরঃ ইলেকট্রনিক্স- ইঞ্জিনিয়ার এর যে শাখায় ভ্যাকুয়াম টিউব, গ্যাস এবং সেমি কন্ডাক্টরের মধ্য দিয়া ইলেকট্রন প্রবাহ সম্বন্ধে গবেষণা করে সেই শাখাকে ইলেকট্রনিক্স বলে।

ইলেকট্রনিক্স ডিভাইস- যে ডিভাইসের সাহায্যে ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রন করার জন্য থার্মেনিক বাল্ব এবং ট্রানজিস্টার ব্যবহার করা হয় তাকে ইলেকট্রনিক্স ডিভাইস বলে।

ইলেকট্রনিক্স ডিভাইসগুলি নিম্মলিখিত কাজে ব্যবহৃত হয়ঃ

ক) রেক্টিফিকেশনের জন্য
খ) এম্পলিফিকেশনের জন্য
গ)কন্ট্রোল হিসাব
ঘ) জেনারেশন হিসাব
ঙ) বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরের জন্য
চ) আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের জন্য

২। সেমিকন্ডাক্টর বলতে কি বুঝ? এর প্রকারভেদ কি? সেমিকন্ডাক্টরের পাঁচটি বৈশিষ্ট লিখ?(What do semiconder mean? What are the types? Five characteristics of semiconductor?)

উত্তরঃ যে বস্তু খুব ভাল বিদ্যুৎ পরিবহন করে না আবার বিদ্যুৎ অপরিবাহীর মত আচরন করে না তাকে সেমিকন্ডাক্টর বলে। যেমনঃ পিওর মিলিবল

প্রকারভেদঃ ইহা দুই প্রকার। যেমন-

ক) খাঁটি সেমিকন্ডাক্টর
খ) ভেজাল সেমিকন্ডাক্টর

ভেজাঁল সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার। যেমনঃ

ক) পি টাইপ সেমিকন্ডাক্টর
খ) এন টাইপ সেমিকন্ডাক্টর

খাঁটি সেমিকন্ডাক্টরঃ যে সেমিকন্ডাক্টর খাটি এবং যাতে কোন ভেজাল মিশ্রিত থাকে না তাকে ইনট্রিনসিক বা খাঁটি সেমিকন্ডাক্টর বলে। যেমন সিলিকন এবং জার্মেনিয়াম। 

ভেজাঁল সেমিকন্ডাক্টরঃ যে সেমিকন্ডাক্টরে ভেজাল মিশ্রিত করা হয় তাকে তাকে ভেজাল সেমিকন্ডাক্টর বলে। 

পি টাইপ সেমিকন্ডাক্টরঃ যে সেমিকন্ডাক্টরে হোলের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা চেয়ে বেশি থাকে তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে।

এন টাইপ সেমিকন্ডাক্টরঃ যে সেমিকন্ডাক্টরে হোলের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা চেয়ে কম থাকে তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে।


সেমিকন্ডাক্টর ধর্ম বা বৈশিষ্ট্য নিম্মে একটি আদর্শ সেমিকন্ডাক্টর এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো-
১) সেমিকন্ডাক্টর এর রেজিস্টিভিটি কন্ডাক্টর এবং ইনসুলেটর এর মাঝামাঝি
২)সেমিকন্ডাক্টর এর কন্ডাক্টিভিটি কন্ডাক্টর তুলনায় কম এবং ইনসুলেটর তুলনায় বেশি
৩) সেমিকন্ডাক্টর এর Suitable পদার্থ মিশ্রিত করে কারেন্ট প্রবাহ বাড়ানো কমানো হয়

৩) ডুপিং কি? ডুপিং এর প্রয়োজনীয়তা আলোচনা কর?(What is doping? Discuss the necessity of doping?)

উত্তরঃ বিশুদ্ব সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল মিশ্রিত করিয়া ফ্রি-ইলেকট্রন বা হো্ল উৎপাদন সেমিকন্ডাক্টর তৈরি করার পদ্ধতি কে ডুপিং বলে।অর্থাৎ যে প্রক্রিয়ায় বিশুদ্ধ সেমিকন্ডাক্টর এর মধ্যে ভেজাল মিশ্রিত করা হয় তাকে ডুপিং বলে।

ডুপিং এর প্রয়োজনীয়তাঃ ইলেকট্রনিক ডিভাইসে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় । এই ডিভাইসে বিভিন্ন ধরনের কারেন্ট প্রয়োজন হয়। তাই কারেন্ট প্রবাহিত করার জন্য সেমিকন্ডাক্টরকে ডুপিং করার প্রয়োজন হয়, কারন ডুপিং এর মাধ্যমে যে কোন ডিভাইসের কারেন্ট প্রবাহ বাড়ানো বা কমানো যায়।

৪)মেজরিটি চার্জ কেরিয়ার ও মাইনরিটি চার্জ কেরিয়ার বলতে কি বুঝ?(What do you mean by majority charge carrier and minority charge carrier?)

উত্তরঃ মেজরিটি চার্জ কেরিয়ারঃ Intrinsic semiconductor এ dopping এর সাহায্যে Extrinsic semiconductor তৈরি করলে free electron এবং hole এর মধ্যে যেটির পরিমাণ অধিক থাকে তাকে মেজরিটি কেরিয়ার বলে।

মাইনরিটি চার্জ কেরিয়ারঃ Intrinsic semi conductor এ dopping এর সাহায্যে Extrinsic semi conductor তৈরি করলে free electron এবং hole এর মধ্যে যেটির পরিমাণ কমথাকে তাকে মাইনরিটি কেরিয়ার বলে।

৫) পি-এনজাংশন বলতে কি বুঝ?(What do you mean by p-n junction?)

উত্তরঃ একটি পি- টাইপ এবং একটি এন- টাইপ সেমিকন্ডাক্টর একত্রে সংযুক্ত করলে যে জাংশনের সৃষ্টি হয় তাকে পি-এনজাংশন বলে।

যেভাবে ডায়োড কাজ করে( How diode works): 

ডায়োড মূলত পি-টাইপ এবং এনটাইপ সেমিকন্ডাক্টর দিয়ে গঠিত। p Type সেমিকন্ডাক্টর খুবই নগন্য পরিমান মুক্ত ইলেকট্রন থাকে এবং প্রচুর পরিমানে হোল থাকে। একারনেই p Type সেমিকন্ডাক্টর হোলকে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মুক্ত ইলেকট্রন কে মাইনোরিটিচার্জ ক্যারিয়ার বলে।

অনদিকে N Type সেমিকন্ডাক্টরে প্রচুর ইলেকট্রন থাকে এবং অল্প পরিমান হোল থাকে তাই এই টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রন কে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং হো্লকে মাইনোরিটিচার্জ ক্যারিয়ার বলে।

৬) ডায়োড কি ( What is diode)?

উত্তরঃডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা কোন সার্কিটে কারেন্টকে একটি প্রবাহিত হতে দেয় এবং বিপরীত দিকে কারেন্টকে প্রবাহিত হতে বাধা দেয়। একদিকে বিদ্যুৎ প্রবাহিত করার প্রবনতাকে রেক্টিফিক্যাশন বলা হয়। এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। এর একদিকে রেজিস্ট্যান্স প্রায় শুন্য এবং অপরদিকের রেজিস্ট্যান্স অনেক বেশি। এটি মুলত সেমিকন্ডাক্টর সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে তৈরি।

এর দুইটি ইলেক্ট্রোড থাকেঃ

১। এ্যানোড ( সিলভার কালারের বিপরীত প্রান্তকে সাধারনত এ্যানোড বলে)
২। ক্যাথড ( সিলভার কালারের লাইনের প্রান্তকে সাধারনত ক্যাথড বলে)

৭) ডায়োড প্রকারভেদ কি ( Types of Diode)?

উত্তরঃডায়োড প্রকারভেদ হলোঃ
  • ফটো ডায়োড
  • জেনার ডায়োড
  • ব্যারিড ডায়োড
  • পিন ডায়োড
  • গান ডায়োড
  • টানেল ডায়োড
  • লাইট এমিটিং ডায়োড
  • ব্যাকওয়ার্ড ডায়োড
  • শটকি ডায়োড

৮) টানেল ডায়োড কি? এর ব্যবহারগুলি লিখ।(What is tunnel diode? Write its uses.)

উত্তরঃটানেল ডায়োড একটি বিশেষভাবে তৈরি পি-এন জাংশন ডায়োড , যাকে সকল ডায়োডের চেয়ে বেশি পরিমান ডোপিং করা হয়। ফলে এর পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ নিম্ম হয় । এ ডিপ্লেশন লেয়ার খুব পাতলা (0.01 µm) হওয়ায় কন্ডাকশন ইলেক্ট্রন সমূহখুব দ্রুত সুরঙ্গ পথে move করে তাকে টানেল ডায়োড বলে ।

টানেল ডায়োড ব্যবহারঃ

ক) অতি উচ্চমাত্রার সুইচ হিসাবে খ) লজিক মেমরি স্টোরেজ ডিভাইস হিসাবে
গ) মাইক্রোওয়েভ অসিলেটর হিসাবে ঘ) রিলাক্সেশন অসিলেটর হিসাবে

শটকি ডায়োড: এই ধরনের ডায়োড সাধারণত কম্পিউটার প্রসেসর ব্যবহার করা হয় পাওয়ার সেভিংসের জন্য অর্থাৎ ভোল্টেজ ড্রপ করানোর জন্য। এই কারণে শটকি ডায়োডব্যবহার করা হয়।

টানেল ডায়োড: টানেল ডায়োড নেগেটিভ রেজিস্ট্যানাস শো করে তাই এটি সাধারণত অসিলেটর সার্কিটে ব্যবহার করা হয়।

লাইট এমিটিং ডায়োড: এই ডায়োড ফরওয়ার্ডে এ কাজ করে। এর ব্যবহার ব্যাপক যেমন অডিও সিস্টেম,ডিজিটাল মিটার,মনিটর ব্যকলাইটে ব্যবহার করা হয়।

পিন ডায়োড:অনেক বেশি ফাস্ট কাজের জন্য এই ডায়োড ব্যবহার করা হয়। গিগাহার্ট রেঞ্জে কাজ করতে পারে।

ডায়োড ব্যবহার ( Application of Diode): 
  • রিভার্স ভোল্টেজ প্রটেকশন কাজ করে
  • হাই ভোল্টেজপ্রটেকশন কাজ করে
  • সুইচ হিসেবে কাজ করে থাকে
  • রেকটিফিয়ার হিসেবে কাজ করে
  • এছাড়া লজিক সার্কিট এর ব্যবহার করা হয়
  • ক্ল্যাম্পিং সার্কিটে ব্যবহার করা হয়

সেমিকন্ডাক্টর এর ব্যবহারঃ

১) ডিজিটাল সার্কিটে
২) রেকটিফিয়ার সার্কিটে
৩) ক্লিপিং সার্কিটে
৪) বিভিন্ন লজিক সার্কিটে
৫) মাল্টিভাইব্রেটর সার্কিটে

ডায়োড  এর উপকারিতাঃ 
  • ডায়োড কম্প্যক সাইজের
  • ডায়োড ব্যবহার ইলেকট্রনিক সার্কিট ডিজাইন খুবই সহজ বিশেষ করে জেনার ডায়োড
  • ডায়োড কারেন্ট ফ্লো করতে সাহায্য করে
  • হাই সুইচিং স্পিডে চলতে পারে ৷
আরো পড়ুনঃ
what is electronics_what is doping_What is semiconductor_types of semiconductor; 

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads