হাইড্রোলিক প্রেসার কন্ট্রোল ভাল্ব, প্রেসার রিলিফ ভাল্ব,প্রেসার রিডিউসিং ভাল্ব এবং কাউন্টার ব্যলান্স ভাল্ব এর পরিচিতি?


হাইড্রোলিক প্রেসার কন্ট্রোল ভাল্ব, প্রেসার রিলিফ ভাল্ব,প্রেসার রিডিউসিং ভাল্ব এবং কাউন্টার ব্যলান্স ভাল্ব এর পরিচিতি?

প্রেসার রিলিফ ভাল্ব

হাইড্রোলিক সিস্টেমের সেফটির জন্য যে ভাল্ব ব্যবহার করা হয় সেটাকে প্রেসার রিলিফ ভাল্ব ভাল্ব বলা হয়। এটা হাইড্রোলিক সিস্টেমের সার্কিট ব্রেকারের মত কাজ করে। এটি হাইড্রোলিক সিস্টেমকে অতিরিক্ত প্রেসার থেকে রক্ষা করে এবং সিস্টেমকে নিরাপদ এবং সচল রাখে। প্রেসার রিলিফ ভাল্ব ছাড়া হাইড্রোলিক সিস্টেম অপারেট করলে অতিরিক্ত প্রেসারে মেশিনের ক্ষতিসহ হুজ পাইপ ব্রাস্ট হতে পারে এছাড়াও মানব সম্পদের ক্ষতি হতে পারে। তাই প্রেসার রিলিফ ভাল্ব হাইড্রোলিক সিস্টেমে ব্যবহার করা বেশ জরুরী। প্রেসার রিলিফ ভাল্ব নিজে থেকেই সক্রিয় হয়। ডায়াগ্রামে দেখানো উদাহরন অনুযায়ী যদি লোড সেট প্রেসারের চেয়ে বেড়ে যায় তখন রিলিফ ভাল্ব সক্রিয় হবে এবং অতিরিক্ত প্রেসার আনলোড করে দেবে। যদি সেট প্রেসার ১৪০ কেজি হয় এবং যদি লোড ১৮০ কেজিতে পৌঁছায় তবে তবে রিলিফ ভাল্ব ১৪০ কেজিতে খুলে অতিরিক্ত প্রেসারকে রিলিজ করে দিবে।
 
হাইড্রোলিক প্রেসার কন্ট্রোল ভাল্ব, প্রেসার রিলিফ ভাল্ব,প্রেসার রিডিউসিং ভাল্ব এবং কাউন্টার ব্যলান্স ভাল্ব এর পরিচিতি?
আনলোডিং ভাল্ব:

আনলোডিং ভাল্ব এবং প্রেসার রিলিফ ভাল্ব প্রায় একই কাজ করে। প্রেসার রিলিফ ভাল্ব এবং আনলোডিং ভাল্ব উভয়ই ফ্লইডকে ট্যাংকে পাঠায় যখন ফ্লইড সেট প্রেসারে পৌঁছায়। যখন ফ্লইড অতিরিক্ত প্রেসারে কোন এক্সটার্নাল লাইন হতে আসে তখন সেট প্রেসারের অতিরিক্ত প্রেসারকে রিলিস করে ফ্লইডকে ট্যাংকে পাঠায়।
যেখানে দুইটি ফিক্সড ডিসপ্লেসমেন্ট পাম্প থাকে সেখানে সাধারনত সেখানে আনলোডিং ভাল্ব ব্যবহার হয়। এই ভাল্ব প্রাইম মুভারকে রক্ষা করে এবং এনার্জি সেভিং করে।

ধাপ:-১: সিলিন্ডারের প্রাথমিক প্রসারনের জন্য উভয় পাম্প সিঙ্ক্রোনাসলি কাজ করে এই কারনে সিলিন্ডার খুব দ্রুত মুভ করে।

ধাপ-২: যখন সিলিন্ডার সেট প্রেসারে পৌঁছায় (ডায়াগ্রামে দেখানো ৩০০ PSI) তখন আনলোডিং ভাল্ব খুলে যায় এবং হাই ফ্লো লো প্রেসার ফ্লইড ট্যাংকে চলে যায়।

ধাপ-৩: সিলিন্ডার যখন সম্পুর্ন বর্ধিত হয় তখন ব্যক প্রেসার তৈরি হয়ে ৩৫০০ PSI হবে এবং এই কারনে রিলিফ ভাল্ব খুলে যাবে এবং লো ফ্লো হাই প্রেসার ফ্লইড ট্যাংকে চলে যাবে।
হাইড্রোলিক প্রেসার কন্ট্রোল ভাল্ব, প্রেসার রিলিফ ভাল্ব,প্রেসার রিডিউসিং ভাল্ব এবং কাউন্টার ব্যলান্স ভাল্ব এর পরিচিতি?

প্রেসার রিডিউসিং ভাল্ব

প্রেসার রিডিউসিং ভাল্ব এক প্রকারের প্রেসার কন্ট্রোল ভাল্ব। এটা নিরবচ্ছিন্ন আউটলেট প্রেসার মেইন্টেইন করতে পারে। যদি কখনো মেইন লাইনের তুলনায় সাব লাইনে নির্দিষ্টা মাত্রার কম প্রেসারের প্রয়োজন হয় তখন প্রেসার রিডিউসিং ভাল্ব ব্যবহার করা হয়। ধরুন মেইন লাইনের প্রেসার ১০০ কেজি এবং সাব লাইনে দরকার ৫০ কেজি সেক্ষেত্রে প্রেসার রিডিউসিং ভাল্ব ব্যবহার করে সাব লাইনে ৫০ কেজি প্রেসার পাওয়া সম্ভব।
 
কাউন্টার ব্যালান্স ভাল্ব

কাউন্টার ব্যালেন্স ভালভ সাধারণত সিলিন্ডারে হোল্ডিং প্রেসার তৈরি করতে ব্যবহৃত হয় যার ফলে এটি নামার সময় লোড প্রতিরোধ করে। এটা অতিরিক্ত রানিং লোডকে প্রতিরোধ করে এবং কম্পনেন্টকে নিরাপদ রাখে। এই সার্কিটে কাউন্টার ব্যলেন্স ভাল্ব ছাড়া লোড অনিয়ন্ত্রিত হয় পড়বে এবং লোডির রানিং অসম হবে। অনিয়ন্ত্রিন অপারেশনের জন্যই কাউন্টার ব্যলেন্স ভাল্ব যুক্ত করা হয়। অর্থাৎ এই ভাল্ব ব্যবহারে লোডকে সমভাবে নিয়ন্ত্রন করা যায়।


সিকুয়েন্স ভাল্ব

প্রেসার রিলিফ ভাল্ব এবং সিকুয়েন্স ভাল্ব এর কার্যনিতী একই। দুইটি সিলিন্ডার একই সাথে নিয়ন্ত্রন করতে সিকুয়েন্স ভাল্ব ব্যবহার করা হয়। উদাহরন স্বরুপ যদি একটি সিলিন্ডারের ক্ল্যাম্পিং সম্পুর্ন হয় তখন আরেকটি সিলিন্ডার ক্ল্যাম্পিং স্টার্ট হয়। একটি সিকুয়েন্স ভাল্ব এর সর্বদাই একটি ড্রেইন লাইন সরাসরি ট্যাংকের সাথে যুক্ত থাকে।



0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads