হাইড্রোলিক সিস্টেমের সুবিধা এবং অসুবিধা?


হাইড্রোলিক সিস্টেমের অনেক সুবিধা রয়েছে কিন্তু এর কিছু অসুবিধাও রয়েছে। হাইড্রোলিক সিস্টেম নিউমেটিক সিস্টমের তুলনায় অত্যাধিক শক্তিশালী তাই হাইড্রোলিক সিস্টেম অনেক বেশি শক্তি সঞ্জালন বা সরবরাহ করতে পারে আরে এই কারনেই হাড্রোলিক সিস্টেম সারা পৃথিবী জুড়ে ব্যবহার হয়ে আসছে। এখানে হাইড্রোলিক সিস্টেমের কিছু সুবিধা এবং অসুবিধা উল্লেখ করা হলঃ

হাইড্রোলিক সিস্টেমের সুবিধা সমূহঃ

  • হাইড্রোলিক সিস্টেমের এক্সিলেরেশন এবং ডি-এক্সিলেরেশন,হঠাৎ বন্ধ বা রানিং এবং নিয়ন্ত্রন সুক্ষতা খুব ভাল এবং খুব সহজেই নিয়ন্ত্রন করা যায়।
  • ছোট ছোট কম্পনেন্ট দারা অত্যধিক ভাড়ী বস্তুকে খুব সহজেই নিয়ন্ত্রন করা যায়।
  • হাইড্রোলিক মোটর এবং পাম্প পানিএর নিচে বসানো যায় এবং খুব সহজেই নিয়ন্ত্রন করা যায়।
  • খুবই দ্রুত সামনে এবং পেছনে মুভ করানো যায়।
  • একটি মাত্র পাম্প দিয়ে একাধিক একচুয়েটর এবং হাইড্রোলিক মোটরকে নিয়ন্ত্রন করা যায়।
  • হাইড্রোলিক সিস্টেমে কোন শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নেই।
  • ওভারফ্লো, অতিরিক্ত প্রেসারের হলে সিস্টমের কোন ঝুকির সম্ভাবনা নেই কারন এতে ডাইরেকশনাল কন্ট্রোল সেফটি ভাল্ব থাকে।
  • হাইড্রোলিক সিস্টমের ফেইলার খুব কম হয়।
  • খুব সহজেই ত্রুটি সনাক্ত করা যায়।
  • হাইড্রোলিক সিস্টেম সবসময় কম্প্যক সাইজের হয়ে থাকে।
  • খুব সহজেই ইন্সটল করা যায়।
  • মেইন্টেন্যন্স খুব সহজেই করা যায়।
  • মেইন্টেন্যন্স খরচ কম।
হাইড্রোলিক সিস্টেমের অসুবিধা সমূহঃ
  • ওয়েল লিকেজ হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের প্রধান অসুবিধা
  • ময়লা এবং নোংরার কারনে হাইড্রোলিক সিস্টেম এর ফেইলার এবং ড্যামেজ বেশি হয় থাকে।
  • হাইড্রোলিক তেল এর ঘনত্ব হারিয়ে ফেলে যদি সিস্টেম অতিরিক্ত অভার হিট হয়।
  • হাইড্রোলিক সিস্টেমের কম্পনেন্ট এর স্পিড তেলের গ্রেড সিলেকশনের কারনে কিছুটা কমবেশি হতে পারে।

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads