বয়লারে কেমিক্যাল ব্যবহার করা হয় কেন?
  উত্তরঃ বয়লারে স্কেল এবং করোশন বা ক্ষয়রোধের জন্য। 
  বয়লারে পানি পরিশোধন কেন করা হয়? 
  উত্তরঃ আমরা জানি পানিতে অনেক ধরনের কঠিন রাসায়নিক পদার্থ থাকে ।এগুলো
  তাপ পেলে পানি থেকে আলাদা হয়ে যায়।য়লার যেহেতু হিটিং এলিমেন্ট তাই এখানে
    অধিক তাপের ফলে পানিগুলো বাম্প হয়ে যায় এবং কঠিন পদার্থগুলো বয়লারে থেকে
    যায় এবং এগুলো টিউবের গায়ে এক ধরনের আবরণের সৃষ্টি করে যেটাকে স্কেল বলা হয়।
    পাঁনি পরিশোধন করে এই কঠিন পদার্থগুলোকে আলাদা করা হয়।
  বয়লারের ব্লো ডাউন কেন ব্লো করা হয়?
    
  উত্তরঃ  বয়লারের পানিতে অনেক
    ধরনের কঠিন রাসয়নিক পদার্থ থাকে। এগুলো তাপের কারনে পানি থেকে আলাদা হয়ে
    বয়লার পানিতে ঘনত্বের সৃষ্টি করে এবং তলানি আকারে নিচে জমতে থাকে। ব্লো ডাউনের
    মাধ্যমে উক্ত তলানিকে রের করে দেয়া হয়।
    
  বয়লার হাইড্রলিক টেষ্ট কেন করা হয়?
  উত্তরঃ বয়লার এর কোন অংশ দূর্বল.লিকেজ আছে কিনা তা পরিক্ষা করার জন্য। এবং
    দূর্ঘটনার
হাত থেকে রক্ষার জন্য।
  
    
  ওয়ার্কিং প্রেশার কাকে বলে?
  উত্তরঃ বয়লার নির্মাতা এবং বয়লার পরিদর্শকগণ বয়লারকে পরিক্ষা-নিরিক্ষার পর
    যে সর্বোচ্চ চাপে বয়লার চালানোর অনুমোদন দেন তাকে ওয়ার্কিং প্রেশার বলে।
  বয়লারে ২ টি সেফটি ভাালব ব্যবহার করা হয়?
  উত্তরঃ কোন কারনে একটি সেফটি ভালব না খুলে তাহলে তাহলে আরেকটি সেফটি ভাল্ব
    খুলে গিয়ে বয়লারকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে সেজন্য। 
  রেগুলেটরের পর গ্যাস প্রেসার কত থাকে? 
  উত্তরঃ  ১০০ মিলিবার।
    
  ইকনোমাইজার এর কাজ কি?এবং উপকারিতা কি?
  উত্তরঃ ইকলোমাইজার এর মাধ্যমে ফিড ওয়াীর কে উত্তপ্ত করা হয়। উপকারিতাঃ
    জ্বালানী খরচ কম হয় এবং বয়লার ইফিসিয়েনসি বৃদ্ধি পায়। 
  গ্যাস ট্রেইনে কি কি থাকে?
  উত্তরঃ
- মেইন গ্যাস প্রেশার গেজ।
- গ্যাস ফ্লো মিটার
- মেইন গ্যাস ভালব।
- গ্যাস প্রেশার সেন্সর
- ফিল্টার
- মেইন সলিনয়েড ভালব
- রেগুলেটর
- বাটারফ্লাই ভাল্ব
- পাইলট সলিনয়েড ভালব
- গ্যাস রিলিফ ভালব
- সেকেন্ডারী প্রেশার গেজ
  উত্তরঃ মেইন স্টিম স্টপ ভালবের নিচে স্টি ডুম ব্যবহার করা হয়।স্টিমের সাথে
    জলকণা যাতে লাইনে যেতে না পারে এজন্য স্টিম ডুম ব্যবহার করা হয়।
  এয়ার ফ্রি হিটার এর কাজ কি?
  উত্তরঃ বর্জিত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগিয়ে জ্বালানী দহনের জন্য প্রয়োজনীয়
    বাতাসকে গরম করা।
  ওয়াটার টিউব বয়লারে ব্লু ডাউন লাইন কয়টি থাকে?
  উত্তরঃ ২টি থাকে। একটি স্টিম ড্রামে এবং অন্যটি মাড ড্রামে।
  বয়লারে ব্যবহৃত ফার্নেস ওয়েল গরম করা হয় কেন? কয় ধরণের হিটার ব্যবহার
      করা হয় এবং কি কি?
উত্তরঃ তেলের গাঁদ পড়া রোধ করার জন্য এবং জ্বালানী দহন ভালো হওয়ার জন্য। ২ ধরনের হিটার ব্যবহার করা হয়। (০১) স্টিম হিটার (০২) ইলেক্ট্রিক হিটার
  বয়লারে স্কেল তৈরি হলে কি কি সমস্যা হতে পারে?
  উত্তরঃ 
- তাপ বিনিময় ক্ষমতা কমে যাবে
- স্টিম উৎপাদন কম হবে।
- জ্বালানী খরচ বেশি হবে।
- টিউব অতি উত্তপ্ত হয়ে মুছরে যাওয়ার সন্তাবনা আছে।
- অতিরিক্ত স্কেল টিউবে ক্ষয় তৈরি করতে পারে।
  বয়লার পানিতে অক্সিজেন থাকলে কি কি সমস্যা হবে?
  উত্তরঃ বয়লার পানিতে অক্সিজেন থাকলেবয়লার শেল, টিউব এবং ইকলোমাহজারে ক্ষয়
    হওয়ার সম্ভবনা থাকে।
  বয়লারের পানি অতিরিক্ত কমে গেলে কি করতে হবে? 
  উত্তরঃ সাথে সাথে ফার্নেস এর আগুন নিভিয়ে দিতে হবে। তারপর বয়লারকে ঠান্ডা
    করে পানি কমে যাওয়ার কারন খুঁজে সমস্যা সনাধান করতে হরে। তারপর পানি ভর্তি করে
    বয়লার চালু দিতে হবে।
  বয়লারে মাউনিটং বলতে কি বুঝায়? 5 টি মাউন্টিং এর নাম লিখুন
      
  উত্তরঃ বয়লার নিরাপদ পরিচালনার জন্য যে সকল পার্টস থাকা অত্যাবশ্যক তাকে
    মাউনিটিং বলে। যেমনঃ সেফটি ভালব, ওয়াটার লেভেল কন্ট্রোলার, প্রেশার লিমিট সুইচ,
    প্রেশার গেজ, ফিড চেক ভাল্ব, গেজ গ্লাস, ফিউজেবল প্লাগ ইত্যাদী। 
  বয়লারে একসেসরিস বলতে কি বুঝায়? ৫ টি একসেসরিস এর নাম লিখুন ।
  উত্তরঃ বয়লার এর কার্যক্নতা বৃদ্ধির জন্য যে সকল পার্টস সংযোজন করা হয় তাকে
    একসেসরিস বলে। যেনঃ ইকলোমাহজার,এয়ার প্রি হিটার, সুপার হিটার,
    ইকোনোমাইজার,স্যুট ব্লোয়ার ইত্যাদি।
  বয়লার দুর্ঘটনার ৫ টি কারন উল্লেখ করুন? 
- বয়লার করোশন (ক্ষয়) হলে।
- ব্যাক ফায়ার হলে।
- বয়লারে অতিরিক্ত ক্ষেল হলে।
- বয়লারে সেফটি ডিভাইস সমূহ অকেজা হলে।
- বয়লারে অপরিশোধিত পানি ব্যবহার করলে।
স্কেল কি এবং কেন হয়?
  উত্তরঃ স্কেল  হলো এক ধরনের
    কঠিন আবরণ যা বয়লার টিউবে লেগে থাকে। পানিতে অনেক ধরনের রাসায়নিক পদার্থ
    থাকে। তার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট,ক্যাসলসিয়াম বাই
    কার্বোনেট,ল্যগনেশিয়াম,ক্যালশিয়াম বাই কার্বোলেট, সিলিকা.আয়রন ইত্যাদি কঠিন
    রাসায়নিক পদার্থগুলো তাপ পেলে পানি থেকে আলাদা হয়ে যায় এবং উক্ত কঠিন
    পদার্থগুলো বয়লার টিউবে এক ধরনের আবরণ তৈরি করে। এই আবরণ ক্রমেই পূরু হতে থাকে
    একে স্কেল বলে।
 

Post a Comment