চিলার কিভাবে কাজ করে সম্পুর্ন প্রক্রিয়ার বর্ননা I How the chiller works and its full working process

 

চিলার কিভাবে কাজ করে সম্পুর্ন প্রক্রিয়ার বর্ননা I How the chiller works and its full working process

সাধারণত দুই ধরনের চিলার আছে

  1. একটি হল এয়ার কুলড চিলার
  2. এবং আরেকটি হল ওয়াটার কুলড চিলার

ওয়াটার কুলড চিলার আমরা রেফ্রিজারেন্টের তাপমাত্রা কমাতে পানি ব্যবহার করি এবং এয়ার কুলড চিলারে আমরা রেফ্রিজারেন্টের তাপমাত্রা কমাতে বাতাস ব্যবহার করি।

যদিও অনেক ধরনের চিলার আছে তারা সব একই উপাদান আছে এবং তাদের কাজের নীতি।

চিলারের প্রধান উপাদানগুলি

  • কম্প্রেসার
  • কনডেন্সার
  • ইভাপোরেটর
  • এবং এক্সপানশন ভালভ

কম্প্রেসার চিলার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি চিলার মধ্যে রেফ্রিজারেন্ট প্রবাহ করতে ব্যবহৃত হয়

সাধারণত চার ধরনের কম্প্রেসার আছে

  • সেন্ট্রিফিউগাল কম্প্রেসার
  • স্ক্রু কম্প্রেসার
  • স্ক্রোল কম্প্রেসার
  • এবং রেসিপ্রোকেশন কম্প্রেসার
  • কনডেন্সার

কন্ডেন্সারঃ কনডেন্সারের গুরুত্বপূর্ণ কাজ হল এতে প্রবেশ করা রেফ্রিজারেন্টের তাপমাত্রা কমাতে ব্যবহ্রত হয় যেটা এর মধ্যে প্রবেশ করে। কুলিং টাওয়ার থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে একটি টিউবের মধ্যে ট্রাভেল করে। কন্ডেন্সারে রেফ্রিজারেন্ট (কম্প্রেসর থেকে আসা) কপার কয়েলের চারপাশে ঘুরে এবং রেফ্রিজারেন্ট এর তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পানিতে তাপে কমে ভ্যপর থেকে লিকুইডে রুপান্তরিত হয়। এবং রেফ্রিজারেন্ট এর সংস্পর্শে এসে পানির তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রিতে পোউছায় এবং কুলিং টাওয়ারে ফেরত যায়।এরপর লিকুইড রফ্রিজারেন্ট এক্সপানশন ভাল্ব এ যায়।

এক্সপানশন ভালভঃ এর কাজ হচ্ছে রেফ্রিজারেন্ট এর চাপ এবং তাপমাত্রা কমানো এবং প্রয়োজন অনুযায়ী রেফ্রিজারেন্টকে ইভাপরেটরে পাঠানো। থার্মাল ভাল্ব ইভাপরেটরের আউটলেটে যুক্ত থাকে এবং থার্মাল ভাল্বের সহযোগিতায় এক্সপানশন ভাল্ব প্রয়োজনীয় পরিমান রেফ্রিজারেন্ট ইভাপরেটরে পাঠায় ইভাপরেটর আউটলেট তাপমাত্রার উপর ভিত্তি করে।    

  • থার্মাল এক্সপানশন ভাল্ব
  • পাইলট অপারেটেড থার্মাল এক্সপানশন ভাল্ব
  • ইলেকট্রোনিক এক্সপানশন ভাল্ব
  • ফিক্সড অরিফিস এক্সপানশন ভাল্ব

কম্প্রেসর: কম্প্রেসর রেফ্রিজারেন্টকে ইভাপরেটর থেকে কম্প্রেসরের সাহায্যে উত্তপ্ত এবং ভ্যাপোরাইজড করে এবং কন্ডেন্সারে পাঠায়।

ইভাপোরেটরঃ  

রেফ্রিজারেন্ট ইভাপরেটরে প্রবেশ করবে এবং ইভাপরেটর কন্ডেন্সারের মতই কাজ করে। ইভাপরেটরে ওয়াটার AHU থেকে কয়েলে প্রবেশ করে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এরপর এক্সপানশন ভাল্ব থেকে আসা রেফ্রিজারেন্ট ইভাপরেটরের কয়েলের সংস্পর্শে এসে ওয়াটারের তাপকে রেফ্রিজারেন্ট শুষে নেয় এবং নিম্ন তাপমাত্রার পানি ইভাপরেটর থেকে বের হয়ে আবার AHU তে যায় ৬ ডিগ্রি তাপমাত্রায়। ১২ ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রার সংস্পর্শে এসে উত্তপ্ত রেফ্রিজারেন্ট কম্প্রেসরের মাধ্যেমে কন্ডেন্সারে যায়।   
Chiller working process_How chiller works_Chiller cooling process_How chiller cool the water_How chiller works for AHU

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads