চেইন ড্রাইভ I বেল্ট ড্রাইভ কি এবং গিয়ার ড্রাইভ কি? চেইন ড্রাইভ এবং বেল্ট ড্রাইভের পার্থক্য (Difference between chain drive and belt drive)

Difference between chain drive and belt drive

মেকানিকজম পরিচালনার জন্য চেইন ড্রাইভ এবং বেল্ট ড্রাইভ খুবই গুরুত্তপুর্ন। এটা লোকোমোটিভ এ অনেক সুবিধা প্রদান করেছে শক্তি সঞ্জালনের জন্য। এটার প্রধান কাজ হচ্ছে শক্তি সঞ্জালনের মাধ্যেমে বস্তু বা অবজেক্ট কে সরানো। এই দুইটি ড্রাইভ অনেক গাড়িতে ব্যবহার হয় যেমন অটোমোভাইল জগতে এটার অনেক বড় বিস্তার রয়েছে।Difference between chain drive and belt drive

এখানে চেইন ড্রাইভ হচ্ছে এঙ্গেজমেন্ট ড্রাইভ এবং বেল্ট ড্রাইভ হচ্ছে ফ্রিকশন ড্রাইভ। বেল্ট ড্রাইভ এ স্লিপ করে কিন্তু চেইন ড্রাইভে স্লিপ করে না। চেইন ড্রাইভের মেইন পার্ট হচ্ছে স্প্রোকেট এবং বেল্ট ড্রাইভের মেইন পার্ট হচ্ছে পুলি। প্রত্যেক ড্রাইভের এদের নিজস্ব বেইশিষ্ট রয়েছে । চেইন ড্রাইভ এসেম্বলির জন্য অল্প যায়গা লাগে যেখানে তুলনামুলক বেল্ট ড্রাইভের জন্য অনেকবেশি জায়গা লাগে। চেইন ড্রাইভে ডুরাবিলিটি এবং স্ট্রেংথ রয়েছে যাতে একটি সারফেসে দাত বিশিষ্ট থাকে যার ফলে চেইনকে একজায়গায় ধরে রাখতে পারে।

বেল্ট ড্রাইভ তৈরি হয় স্মুথ সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটি এডজাস্টমেন্ট এর জন্য অল্প যায়গা প্রয়োজন হয় এবং স্মুথভাবে রান করতে পারে চেইন ড্রাইভের তুলনায়।

চেইন ড্রাইভ কি? (What is chain drive) 

চেইন ড্রাইভ হচ্ছে মেকানিক্যাল অপারেটিং সিস্টেম। চেইন ড্রাইভ তিনটি ইলিমেন্ট দিয়ে গঠিতঃ ১। ড্রাইভিং স্প্রোকেট ২। চেইন যেটা স্রোকেটে জড়ানো থাকে ৩। ড্রাইভেন স্প্রোকেটস। এটার কোন স্লিপিং নেই এবং পজিটিভ ট্রান্সমিশন প্রদান করে। এটা একটি কন্সট্যান্ট গতিবেগ প্রদান করে। এটার শক্তি তুলনামুলক বেশি অনান্য ড্রাইভ যেমন বেল্ট এবং রোপ ট্রান্সমিশন এর তুলনায় বেশি। চেইন ড্রাইভে গিয়ার, পিনিয়াম এবং চেইন সহজেই পরিবর্তন করা যায়। চেইন ড্রাইভের আরেকটি সুবিধা হল এটি অনেক বড় দুরুত্তে শক্তি ট্রান্সফার করতে পারে।

চেইন ড্রাইভ সাধারনত বাইসাইকেল, মোটরসাইকেল, এগ্রিকালচার মেশিনারীজ এবং ম্যাটেরিয়াল হ্যন্ডিলিং যন্ত্রাংশে ব্যবহার হয়। Difference between chain drive and belt drive

চেইন এর প্রকারভেদ (Types of chain)

১। হইস্টিং এবং হাউলিং চেইন
২। কনভেয়র চেইন
৩। পাওয়ার ট্রান্সমিশন চেইন।

বেল্ট ড্রাইভ কি? (What is belt drive) 

বেল্ট ড্রাইভ হচ্ছে ফ্লেক্সিবেল ম্যাটেরিয়ালের একটি লুপ যা দুই বা ততোধিক শ্যাফটকে মেকানিক্যলিভাবে প্যারালেল এ যুক্ত করে। বেল্ট গতির উৎস হিসেবে কাজ করে দক্ষতার সাথে শক্তি ট্রান্সমিট করে। অর্থাৎ একটি শ্যাফট থেকে অন্য শ্যাফট এ রোটারি গতি সঞ্জালন করাই বেল্ট ড্রাইভের কাজ। এর প্রধান অংশ হচ্ছে পুলি এবং বেল্ট। এটি নন পজিটিভ ড্রাইভ কারন এটা স্লিপ এবং ক্রিপ টাইপের। বেল্ট এর বৈশিষ্ট্য ফ্লেক্সিবিলিটি, লাইএবিলিটি, ডুরাবিলিটি এবং রেজিস্ট্যান্স টাইপের হওয়া প্রয়োজন। বেল্ট ড্রাইভ এর ডিজাইন খুবই সিম্পল এবং এই ড্রাইভের জন্য কোন লুব্রিকেশনের প্রয়োজন হয় না।

বেল্ট ড্রাইভের প্রকারভেদঃ (Types of belt drive)

১। ওপেন বা খোলা বেল্ট ড্রাইভ (Open belt drive)
২। ক্রস বেল্ট ড্রাইভ (Cross belt drives)
৩। স্পীড কোন ড্রাইভ (Stepped cone drives)
৪। ফাস্ট এবং লুস পুলি (Fast & loose pulley)
৫। জকি পুলি ড্রাইভ। (Jockey pulley drives)

গিয়ার ড্রাইভ কি? (What is gear drive)

গিয়ার ড্রাইভ খুবই গুরুত্তপুর্ন এবং জনপ্রিয় গতি এবং শক্তি ট্রান্সফার বা সঞ্জালনের জন্য। গিয়ার হচ্ছে একটি ঘুরন্ত অংশ যেটা দাতবিশিষ্ট হয় এবং অন্য পার্টেও আনুপাতিক দাঁত থাকে এবং একে অন্যের সংস্পর্শে মেশ আকারে থেকে শক্তি এবং টর্ক সঞ্জালন করে।

এটি অল্প জায়গার মধ্যে একটি শ্যফট থেকে অন্য শ্যাফট এ শক্তি সঞ্জালন করে থাকে। গিয়ার ড্রাইভে টিথ থাকে যা স্লিপ করে না এবং তুলনামুলকভাবে বেল্ট ড্রাইভের চেয়ে ভাল। যখন একটি গিয়ার হুইল ঘুরে তখন অন্যটি বিপরিত দিকে ঘুরে শক্তি সঞ্জালন করে কোন পাওয়ার লস ছাড়াই।

গিয়ার ড্রাইভ পজিটিভ ড্রাইভ হওয়াতে গতিবেগ কন্সট্যান্ট এবং দক্ষতা বেশি। সাধারনত অল্প গতিতে ব্যবহার করা হয়। Difference between chain drive and belt drive

গিয়ার ড্রাইভের প্রকারভেদ (Types of gear drive)

১। স্পার গিয়ার (Spur gear)
২। হেলিক্যাল গিয়ার (Helical gear- Single helical gear and double helical gear)
৩। হেরিংবন গিয়েয়ার (Herringbone gear)
৪. র‍্যাক এবং পিনিয়ন গিয়ার (Rack and pinion gear)
৫। ওয়ার্ম গিয়ার (Worm gear)
৬। বেভেল গিয়ার (Bevel gear)

চেইন ড্রাইভ এবং বেল্ট ড্রাইভের পার্থক্য (Difference between chain drive and belt drive)

প্যারমিটার এর তুলনা

চেইন ড্রাইভ

বেল্ট ড্রাইভ

প্রধান উপাদান

স্প্রোকেট এবং চেইন

পুলি এবং বেল্ট

স্লিপ

নো স্লিপ

স্লিপিং হয়

স্থাপনার জায়গা

তুলনামুলক কম জায়গা দরকার

বেশি জায়গা দরকার

আয়ুস্কাল

বেশি

কম

লুব্রিকেশন

দরকার

দরকার নেই

ডিজাইন

সহজ

একদম সহজ

ইন্সটল্যাশন খরচ

কম

একদম কম

টাইপ

এঙ্গেজমেন্ট ড্রাইভ

ফ্রিকশন ড্রাইভ

রুম টেম্পারেটর

এফেক্ট করে না

এফেক্ট করে

1/Post a Comment/Comments

  1. Betway Casino - DRMCD
    A world-class gaming experience awaits you at Betway! 삼척 출장안마 Betway Casino has everything 안동 출장안마 you 부산광역 출장샵 need to enjoy your favourite games 경상남도 출장마사지 and top welcome bonuses. Rating: 구미 출장샵 4 · ‎1 review

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post

Multiplex ads