এয়ার কম্প্রেসার ব্যর্থতা প্রতিরোধের উপায় I Ways to prevent air compressor failure

prevent air compressor failure

Air compressor (এয়ার কম্প্রেসর) বিভিন্ন কারনে ফেইল করতে পারে তার মধ্যে হতে পারে সাধারন ভাংগা চোরা, আয়ুষ্কাল এবং ইউনিটের বয়স, দুর্বল রক্ষণাবেক্ষণ, পাওয়ার সার্জ এবং সঠিক ইন্সটল্যাশনের না করার কারনে কম্প্রেসর ফেইল করতে পারে। আর কম্প্রেসর যেন ফেইল না করে তার কিছু প্রতিরোধযোগ্য ধাপ উল্লেখ করা হলঃ prevent air compressor failure

প্রিভেন্টিভ মেইন্টেন্যান্স (Preventive maintenance): সঠিক প্রিভেন্টিভ মেইন্টেন্যন্স এর অভাবে এয়ার কম্প্রেসর ফেইল করতে পারে। ভুল পার্টস এবং ফিল্টার ব্যবহারে কম্প্রেসরের অভ্যন্তরীন ক্ষতিগ্রস্থ করে। ভুল গ্রেডের লুব্রিকেশন ওয়েল এর ব্যবহার কম্প্রেসরকে অধিকমাত্রার রিপিয়ারিং খরচের মধ্যে উপনিত করে।এছাড়া ইন্সপেকশন সঠিকভাবে না করার কারনেও অধিকমাত্রার রিপিয়ারিং খরচের সম্মুখীন করতে পারে। তাই সঠিক প্রিভেন্টিভ মেইনটেন্যন্স কম্প্রেসরের ফেইলারের পরিমান কমাতে পারে। prevent air compressor failure

ওয়েল পরিবর্তন(Oil change): ম্যনুফাকচারারে নির্দেশনা অনুযায়ী,টোটাল রানিং ঘন্টা অথবা অয়েল চেকিং এর মাধ্যেমে সঠিক সময়ে ওয়েল পরিবর্তন করলে কম্প্রেসসরের ওভারহিটিং,বিয়ারিং ফেইলার এবং ক্ষয় কমানো যায়। এতে কম্প্রেসরের ফেইলারের সম্ভাবনা অনেক কমে যায়।

ওভার হিটিং (Overheating): অনান্য মেশিনের মত এয়ার কম্প্রেসরেও একটি নির্দিষ্ট টেম্পেরেচার নির্ধারন করা থাকে, যে টেম্পেরেচারে এয়ার কম্প্রেসর নিরাপদে চলতে পারবে। যদি অতিরিক্ত টেম্পেরেচারে কম্প্রেসার চলে তাহলে কম্প্রেসরের বিয়ারিং ফেইলার হবে,অতিরিক্ত টেম্পেরেচারে চললে কম্প্রেসার ওয়েল ডিগ্রেড হয়ে যাবে। সবমিলিয়ে ওভারহিটিং এর কারনে কম্প্রেসার ফেইল করবে। এটা প্রতিরোদের জন্য অতিরিক্ত টেম্পেরেচারের জন্য এলার্ম সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা সেটা চেক দিতে হবে যে ঠিক আছে কিনা। air compressor failing reasons

দুষিত বাতাস(Air contamination): রোটারী স্ক্র এয়ার কম্প্রেসর হচ্ছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এয়ার কম্প্রেসর যার কম্বাশন প্রসেস সম্পুর্ন করার জন্য পরিস্ককার বাতাস দরকার। যখন বাতাস কম্প্রেসরে প্রবেশ করে তখন এয়ার এবং ফুয়েল একসাথে যুক্ত হয়। এই এয়ার এবং ওয়েল এর যৌথ সংযুক্তি কম্প্রেসরের অপারেশন এবং এর স্থায়ীত্তকালের উপর যথেষ্ট প্রভাব ফেলে। যদি দূষিত বাতাস প্রবেশ করে তাহলে ফুয়েল এবং দূষিত বাতাসের মিশ্রন তেলের কেমিক্যল পরিবর্তন ঘটায় যা কম্প্রেসরের ফিজিক্যালি প্রভাব ফেলে যার ফলে কম্প্রেসর লাইফটাইক কমে যায়। তাই পরিস্কার বাতাস ব্যবহার কম্প্রেসরের ফেইলার কমায় এবং আয়ুস্কাল বাড়ায়।

কাপলিং এলাইনমেন্ট(Coupling alignment): আমরা যে ধরনেরই কম্প্রেসর ব্যবহার করি না কেন সেটা যদি হয় পিস্টন এয়ার কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, রোটারী স্ক্র এয়ার কম্প্রেসর তবে এতে কাপলিং লাগানো থাকে। কাপলিং এলাইনমেন্ট হচ্ছে সবচেয়ে বেশী গুরুত্তপুর্ন যেটা প্রিভেন্টিভ করার সময় চেক দেওয়া খুবই জরুরী এবং সঠিক এলাইমেন্ট কম্প্রেসর ফেইল প্রতিরোধ করে। মিস এলাইনমেন্ট কাপলিং ব্যবহারের ফলে কম্প্রেসর ইউনিট এবং সংযুক্ত মোটরের কারনে বিয়ারিং নষ্ট হয়ে যায়, ভাইব্রেশন তৈরি করে যা কম্প্রেসরের আরো অনান্য সমস্য তৈরি করে আর সব ধরনের ছোট খাট সমস্য এবং ভাইব্রেশন তৈরির কারন হচ্ছে মিসএলাইনমেন্ট আর মিস এলাইনমেন্ট হতে পারে যার পরিমান মাত্র ০.০৯মিলিমিটার। তাই সঠিক এলাইনমেন্ট থাকলে কম্প্রেসর ফেইল করার সম্ভাবনা কমে যাবে। Why air compressor fails
ইলেক্ট্রিক্যাল কারন সমূহ(Electrical issues): ইলেক্ট্রিক্যাল ইসু হচ্ছে জেনারেটর ফেইল এর অন্যতম কারন। ইলেক্ট্রিক্যাল ইকুইপমেন্টগুলো কিছু টলারেন্স নিয়ে দক্ষতার সাথে ডিজাইন করা হয়ে থাকে তাই কিছু ভেরিয়েন্স হলেও খুব বেশি দক্ষতার সাথে এরা কাজ না করলেও কোনরকম কাজ করে। এখন বিষয় হচ্ছে আপনার কম্প্রেসর যদি এইরকম ভেরিয়েন্স রেঞ্জ নিয়ে কাজ করে তাহলে স্বাভাবিক ভাবেই কিছু ইসু পরিলক্ষিত হবে। কম্প্রেসর ইলেক্টিক্যল মোটর সাধারনত ফেইল করতে পারে যদি এটি লো অথবা হাই ভোল্টেজ এ অপারেটিং হয় অথবা কন্ট্রাক্টরস যদি সঠিকভাবে না বসে বা লাগে(আর্কিং হয়)। তাই সঠিকভাবে ইলেক্ট্রিক্যল মেইন্টেন্যন্স করার মাধ্যেমে কম্প্রেসর ফেইল কমানো সম্ভব।

সঠিক ইন্সটল্যশন(Proper installation): সঠিকভাবে কম্প্রেসর ইন্সটল না হলে স্বভাবিকভাবেই কম্প্রেসরে বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। সঠিক এলাইনমেন্ট না হলে লুব ওয়েল লেভেল ঠিক দেখাবে না, ভাইব্রেশন প্যাড ভালমত কাজ করবে না। কাপলিং ঠিকমত ইন্সটল না হলে বিয়ারিং সহ অনান্য কম্পনেন্ট নষ্ট হয়ে যাবে। সঠিক ভেনটিলাইজেশন না করতে পারলে জেনারেটর কম্বাশন্স ঠিকভাবে হবে না এবং জেনারেটর স্বাভাবিকের চেয়ে কিছুটা গরম হয়ে যাবে। তাই সঠিক ইন্সটল্যাশন জেনারেটর ফেইলার কমানোর জন্য বেশ গুরুত্তপুর্ন ভুমিকা পালন করে থাকে।

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads