বয়লারের বার্নার কিভাবে রান করা হয়? How to run boiler burner

How to run boiler burner

মোট ১২ টি ধাপে বার্নার রানিং হয়ঃ

  1. সুইচ অন
  2. কন্ট্রোলার
  3. গ্যস প্রেসার
  4. ব্লোয়ার মোটর
  5. এয়ার প্রেসার
  6. পাইলট ভাল্ব
  7. ইগনিশন ট্রান্সফর্মার
  8. স্পার্ক রড
  9. ফ্লেম রড
  10. মেইন ভাল্ব
  11. ড্যাম্পার (এয়ার/গ্যস)
  12. রানিং

সুইচ অন করার পর কন্ট্রোলার পাওয়ার পাবে তখন গ্যস প্রেসার সুইচ NO থেক NC হয়ে যাবে। এবং গ্যস প্রেসার সুইচ কন্ট্রোলারকে একটি সিগনাল দিবে যে এখানে গ্যাসের উপস্থিতি রয়েছে। এরপর কন্ট্রোলার ব্লোয়ার মোটরকে সিগনাল দিবে এবং ব্লোয়ার রানিং হয়ে যাবে। যখন ব্লোয়ার রানিং হবে এবং এয়ার ফ্লো হতে থাকবে তখন এয়ার প্রেসার সুইচ NO থেক NC হয়ে যাবে এবং কন্ট্রোলারকে সিগনাল দিবে যে এয়ার এর উপস্থিতি পাওয়া গিয়েছে।

এরপর কন্ট্রোলার পাইলট ভাল্ব এবং ইগনিশন ট্রান্সফর্মারকে সিগনাল দিবে। তখন পাইলট ভাল্ব ওপেন হয়ে ফুয়েল সরবরাহ করবে এবং ইগনিশন ট্রান্সফর্মার হাই ভোল্টেজ তৈরি করে স্পার্ক রডের মাধ্যেমে স্পার্ক তৈরি করবে এবং ছোট পরিশরে আগুন জ্বলতে থাকবে। এরপর ফ্লেম রড আগুনের উপস্থিতি কন্ট্রোলারকে সিগনাল পাঠাবে। এরপর কন্ট্রোলার সিগনাল পাওয়ার সাথে সাথে মেইন ভাল্বকে খুলে দিবে তখন বার্নার চেম্বারে খুব বড় পরিশরে আগুন জ্বলতে শুরু করবে। আগুন জ্বলার সাথে সাথে টেম্পেরেচার সেন্সর টেম্পেরেচার মেজার করবে এবং সেটিং টেম্পেরেচার অনুযায়ী কন্ট্রোলারের মাধ্যেমে  এয়ার ডেম্পারকে নিয়ন্ত্রন করবে এবং কাংখিত তাপমাত্রা তৈরি করবে। 

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads