হাইড্রোলিক সিস্টেমে কোন কোন ডিরেকশনাল ভাল্ব কোথায় কোথায় ব্যাবহার করতে হবে? (Types of directional valve)

Types of directional valve

হাইড্রোলিক সিস্টেমের জন্য আমরা যেসব ডাবল কয়েল ভাল্ব ব্যবহার করে থাকি তা দেখতে একই রকম হলেও তাদের কাজ ভিন্ন। এই ভাল্বগুলি সিস্টেমের গঠন এবং কাজের ধরন অনুযায়ী ব্যবহার করা হয়। সাধারনত ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ যেমনঃ পাওয়ার প্রেস, হাইড্রোলিক বেন্ডিং মেশিন, পাঞ্চিং মেশিন, ইঞ্জেকশন মোল্ডিং মেশিনসহ আরো অনান্য এপ্লিকেশনেও ব্যবহার করা হয়।  হাইড্রোলিক সিস্টেমে সাধারনত নিম্নোক্ত চার ধরনের ভাল্ব ব্যবহার করা হয়। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হল। Types of directional valve

ক্লোজ সেন্টার বাল্ব Close center hydraulic directional control valve

Close center hydraulic directional control valve

ক্লোজ সেন্টার বাল্বগুলাে সাধারণত যেসব যায়গায় হাইড্রোলিক ছিলিন্ডার আপ ছাউন এর সময়
বিভিন্ন যায়গায় ক্ল্যাম্প করার প্রােয়জন হয় সেখানে এই ভাল্ব।
গুলাে ব্যাবহার করা হয়। অর্থাৎ সিলিন্ডারকে ব্রেক করাতে পারবেন। এই ভাল্ব সেন্টার পজিশনে থাকা
অবস্থায় পাম্পূ এর তেল এর ফ্লো। রিলিফ ভাল্ব দিয়ে ট্যাঙ্ক এ ফেরত যায়।

সুবিধাঃ

  • হাইড্রোলিক সিলিন্ডার কে যেকোন পজিশনে স্টপ করা যায়।

অসুবিধাঃ

  • সিস্টেমে অতিরিক্ত শব্দ হয়।
  • সিস্টেমে ভাইব্রেশন বেশি হয়।
  • পাম্পে প্রেসার বেশি পড়ে কারন এই বাল্ব ব্যাবহারে রিলিফ বাল্ব স্বক্রিয় থাকে।

ওপেন সেন্টার বাল্বঃ Open center hydraulic directional control valve

Open center hydraulic directional control valve

যে সব হাইড্রোলিক সিস্টেমে সিলিন্ডার যেকোন পজিশনে স্টপ করার প্রোয়জন হয় না এবং যেখানে সিলিন্ডার খুব দ্রুত আপ ডাউন এর প্রোয়জন হয় সেখানে এই ওপেন সেন্টার বাল্ব ব্যাবহার করা হয়।
এই ভাল্ব সেন্টার পজিশনে থাকা অবস্থায় পাম্প এর  তেল এর ফ্লো কোন বাধা ছারাই ট্যাঙ্ক এ ফেরত যায়। 

সুবিধাঃ

  • পাম্প  আনলোড অবস্থায় থাকে।
  • অভার হিট কম হয়।  
  • সিস্টেমে ভাইব্রেশন কম হয়।

অসুবিধাঃ

  • হাইড্রোলিক সিলিন্ডার কে যেকোন পজিশনে স্টপ করা যায় না।

ফ্লোট সেন্টার বাল্বঃ Float center hydraulic directional control valve

Float center hydraulic directional control valve

ফ্লোট সেন্টার বাল্ব অনেকটা ওপেন সেন্টার এর মতই কাজ করে। একটা পার্থক্য হচ্ছে যে সেন্টার পজিশনে থাকা অবস্থায় এই বাল্বের পাম্প পোর্ট বন্ধ থাকে এবং রিলিফ ভাল্ব কাজ করে। যেদিকে Weight বেশি থাকে সেদিকে সিলিন্ডার ক্লাম্প হয়।সিলিন্ডারকে মাল্টিপ্ল পজিশনে কাজ রানোর জন্য পাইলোট অপেরাটেড চেক ভাল্ব ব্যাবহার করা হয়।

সুবিধাঃ

  • এই ভাল্ব শুধু সিস্টেম ডিজাইনের উপর ডিপেন্ড করে ব্যাবহার করা হয়। তেমন কোন অতিরিক্ত সুবিধা নেই।

অসুবিধাঃ

  •  হাইড্রোলিক সিলিন্ডার কে যেকোন পজিশনে স্টপ করা যায় না। যদি পাইলোট অপারেটেড চেক ভাল্ব ব্যাবহার করা হয় তবেই সম্ভব।
  • পাম্প লোড অবস্থায় থাকে ভাল্ব সেন্টার পজিশনে থাকা অবস্থায়।
  • সিস্টেম এর ভাইব্রেশন এবং নয়েজিং বেশি থাকে। 

টেন্ডাম সেন্টার বাল্বঃTandem center hydraulic directional control valve

tandem center hydraulic directional control valve

এই ভাল্বগুলো অনেকটা ক্লোজ সেন্টার এর মত কাজ করে। টেন্ডাম সেন্টার বাল্বগুলো সাধারণত যেসব যায়গায় হাইড্রোলিক ছিলিন্ডার আপ ডাউন এর সময় বিভিন্ন যায়গায়  ক্ল্যাম্প করার প্রোয়জন হয় সেখানে এই ভাল্ব গুলো ব্যাবহার করা হয়

এই ভাল্ব সেন্টার পজিশনে থাকা অবস্থায় পাম্প এর  তেল সার্কুলেশন কোন বাধা ছারাই ভাল্ব এর ভিতর দিয়ে ট্যাঙ্ক এ ফেরত যায়। 

সুবিধাঃ

  • হাইড্রোলিক সিলিন্ডার কে যেকোন পজিশনে স্টপ করা যায়।
  • পাম্প আনলোড অবস্থায় থাকে।সিস্টেম অভারহিট কম।
  • ভাইব্রেশন কম।

অসুবিধাঃ

  • এই ভাল্বের তেমন কোন অসুবিধা নেই। 

Read also 
Hydraulic directional control valve for hydraulic system


0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads