Machine erection I Machine installation I Machine commissioning I মেশিন ইরেকশন,ইন্সটল্যাশন এবং কমিশনিং

Machine installation


মেশিন ইরেকশন (Machine Erection):

Erection এর মানে হচ্ছে নির্মান। একটি মেশিনকে ইন্সটল্যাশনের জন্য এর যাবতীয় পার্ট বা অংশগুলোকে স্থাপনার জায়গায় এনে একত্রিতকরনের একটি প্রক্রিয়া।

Erection বলতে একটি সঠিক জায়গা প্রস্তুত বা তৈরি করা যেখানে প্রডাক্ট এর ধরনে অনুযায়ী একটি নতুন মেশিন বা প্লান্টকে বসানো হয় আর যে প্রক্রিয়ার মাধ্যেমে এই কাজ গুলো করাই হয় সেটাই হচ্ছে Erection।

মেশিন ইন্সটল্যাশন (Machine Installation):

একটি নতুন সিস্টেম বা ইকুইপমেন্ট এর অংশগুলো ড্রইং অনুযায়ী একটি জায়গায় বসানো বা এসেম্বলি করা এবং ব্যবহার উপযোগী করার সম্পুর্ন প্রক্রিয়াকে Installation বা মেশিন ইন্সটল্যাশন বলে।

মেশিন কমিশনিং (Machine Commissioning):

মেশিন কমিশনিং হচ্ছে একটি প্রক্রিয়া যা প্লান্টের চাহিদা এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী মেশিনের সকল কম্পনেন্ট বা পার্ট ডিজাইন, মেইনটেইন টেস্টিং এবং অপারেটিং করা হয় ।

রুট কেস এনালাইসিস (Root cause analysis):

Root cause analysis হচ্ছে সমস্য সমাধানের এমন একটি প্রক্রিয়া যেখানে সমস্যার প্রধান কারন চিনহিত করা হয়।

মেশিন ব্রেকডাউন (Machine Breakdown):

Machine Breakdown হচ্ছে মেশিন চালু অবস্থায় এর হঠাৎ কোন অংশের ভেংগে যাওবা, সমস্যার কারনে বন্ধ হয়ে যাওয়া।
  



0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads