1. What is a standby power generator?
Standby power generator হচ্ছে
ব্যবসায়িক কার্যক্রম, কমার্শিয়াল এবং শিল্প কারখানার যন্ত্রপাতির ব্যকাপ পাওয়ার এর
সমাধান যখন এগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় থাকে।
2. জেনারেটর Prime power কি?
Prime power হচ্ছে বিভিন্ন
প্রকার লোডে সিমাহীন সংখ্যক ঘন্টার জন্য ১ বৎসরে সর্বোচ্চ গ্রহনযোগ্য শক্তি।
3. KW and KVA এর মধ্যে পার্থক্য
KVA এ দ্বারা এপারেন্ট পাওয়ার
বোঝায় এবং KW দ্বারা ইলেক্ট্রিক্যাল সিস্টেমে Real Power বোঝায় KW = KVAX0.8
4. ডিজেল জেনারেটরের সর্বোচ্চ লোড এর ক্যপাসিটির তুলনায় কত হওয়া
উচিৎ?
৮০%
5. একটি জেনারেটরের লোড অনুযায়ী ক্যাপাসিটি নির্নয়?
ধরুন একটি জেনারেটরের ক্যাপাসিটি
1000KVA, পাওয়ার ফ্যাক্টর ০.৮। এখন ৮০% লোডে চললে কত এম্পিয়ার নিবে?
1000KVA X 0.8 = 800 KW=
800000w এর জেনারেটর
= 1445 Amp
এখন ৮০% লোডে চললে এম্পিয়ার
আসবে 1445x80% = 1156 Amp এবং 80% লোডে Kw আসবে 800 x 80% = 640Kw
6. ডিজেল, গ্যাস এবং LPG জেনারেটরের Power Factor কত?
- ডিজেল জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর মোটামুটি 0.75-0.8
- গ্যাস জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর মোটামুটি 0.50
- LPG জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর মোটামুটি 0.45
7. আপনার কোম্পানীর plant power capacity কত?
80 MW REB = 42MW
(Gas and diesel= 38MW)
8. Gas metering and regulation installation (M&R) কি?
Input gas
pressure = 150 PSI and Output 15 PSI সর্বনিম্ন প্রেসার 4 PSI এর নিচে আসলে জেনারেটর
ফুল লোড এ চলবে না।
9. আপনার কোম্পানীর Gas generator max capacity কত?
4.4MW
10. আপনার কোম্পানীর Gas generator min capacity কত?
1MW
11. আপনার কোম্পানীর Diesel generator maximum capacity কত?
2.5MW
12. আপনার কোম্পানীর diesel generator minimum capacity কত?
800Kw
13. আপনার কোম্পানীর এ ব্যবহ্রত একটি জেনারেটরের মডেল বলুন?
Generator model:
G3520C = 20 Cylinder (2MW)
14. আপনার কোম্পানীর এ কত কত প্রকার সিলিন্ডার এর জেনারেটর ব্যবহার
হয়?
20 Cylinder, 16
Cylinder, 24 cylinder.
15. আপনার কোম্পানীর plant কিভাবে চলে?
Synchronous mode
এ চলে। REB,Diesel & Gas generator set ব্যবহার হয়। Diesel generator standby
mode এ থাকে। REB থাকলে ডিজেল এবং গ্যাস বন্ধ থাকে। REB না থাকলে Gas Generator চালু
থাকে আর গ্যাসের প্রেসার না থাকলে Diesel
generator চালু করা হয়।
16. জেনেরেটর শিডিউল মেইন্টেন্যন্স আপনার কোম্পানীতে কারা করে?
Caterpiller Company
17. প্রিভেন্টিভ মেইন্টেন্যন্স কারা করে?
আমরাই করে থাকি
18. কোন কোন কোম্পানীর জেনারেটর আপনার কোম্পানীতে ব্যবহার হয়?
Caterpiller, Perkins etc.
19. 1275 KVA Generator(Diesel engine) সম্পর্কে আলোচনা কর? এছাড়া আছে 1000KVA, 500KVA
এটা ১২ সিলিন্ডার
ইঞ্জিন। Rated Power 1275KVA. Max Amp-1840, Rated RPM-1500, 85% লোডে চালালে 1564
Amp Load দিতে পারবে। 1564 Load এ 867Kw এ চলবে। সর্বনিম্ন 39% Load এ চালানো যাবে।
৭২০ Amp দিতে পারবে। এই জেনারেটরের মবিল ৫০০ ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়। ১২৭৫ KVA জেনারেটরে
৪০০ লিটার ইঞ্জিন ওয়েল লাগে। এছাড়া এয়ার ফিল্টার, ওয়েল ফিল্টার, ওয়েল সেপারেটর ২০০
ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়।
20. ক্যাটারপিলার জেনারেটরে কত প্রকার হিট এক্সচেঞ্জার ব্যবহার
করা হয়?
দুই ধরনের -১। জ্যাকেট
ওয়াটার হিট এক্সেঞ্জার ২। আফটারকুলার হিট এক্সেঞ্জার
21. ক্যাটারপিলারে কত ঘন্টা পর মেইন্টেন্যান্স দেওয়া হয়?
১০০০ ঘন্টা রানিং
হাওয়ার পর পর।
22. ক্যাটারপিলারে কত ঘন্টা পর পর লুব ওয়েল চেঞ্জ করা হয়?
২০০০ হাজার ঘন্টা
পর পর।
23. জেনারেটরের সাথে কি কি থাকে?
- Control panel
- LT panel
- Power factor panel
- Engine speed controller
- CDVR = Cat digital voltage regulator
24. সাধারনত জেনারেটরে কি কি মেইন্টেন্যন্স করা হয়?
- লুব ওয়েল চেঞ্জ
- ওয়েল ফিল্টার চেঞ্জ (সাধারনত ২০০০ হাজার ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়)
- স্পার্ক প্লাগ মেইন্টেন্যান্স
- ট্যাপেড এ কাজ করা হয়
- হিট এক্সেঞ্জার প্লেট পরিস্কার করা হয় ।
25. Electronic Ignition System Module এর কাজ কি?
এর কাজ হচ্ছে পুরো ইঞ্জিনের ইগনিশন কন্ট্রোল করে থাকে।
26. স্পার্ক প্লাগ এবং ট্রান্সফর্মার
কয়টি থাকে?
১৬ সিলিন্ডারে ১৬ টি স্পার্ক প্লাগ এবং ১৬ টি ট্রান্সফর্মার
থাকে।
27. Pyrometer এর কাজ কি?
এর মাধ্যেমে সিলিন্ডার টেম্পেরেচার এবং বিয়ারিং টেম্পেরেচার
দেখা যায়।
28. ইঞ্জিনের প্রি হিটারের
কাজ কি?
ইঞ্জিন দীর্ঘ সময় বন্ধ থাকলে পানিকে গরম করার জন্য ব্যবহার করা
হয়।
29. গ্যাস রেগুলেটর কি করে?
ইঞ্জিনের চাহিদা অনুযায়ী গ্যস সাপ্লাই করে।
30. ইঞ্জিনের পানির তাপমাত্র
কত?
৮৪ ডিগ্রি সেলসিয়াস
31. ফুয়েল পাম্পের কাজ কি?
ইঞ্জিন সিলিন্ডারে ফুয়েল সরবরাহ করা।
32. ইন্টেক মেনিফোল্ড এর কাজ?
এর মাধ্যেমে ইঞ্জিন সিলিন্ডারে বাতাস প্রেরন করা হয়।
আরো পড়ুনঃ জেনেরেটর কি? কত প্রকার ও কি কি?
33. জেনারেটরের মুল উপাদান
গুলো কি কি?
- ইঞ্জিন
- অল্টারনেটর
- ফুয়েল সিস্টেম
- ভোল্টেজ রেগুলেটর
- কুলিং এবং এগজাস্ট সিস্টেম
- লুব্রিকেশন সিস্টেম
- ব্যাটেরি চার্জার
- কন্ট্রোল প্যানেল
Generator
types_Generator viva questions_ডিজেল জেনারেটর_ডিজেল জেনারটের কত প্রকার_ জেনারেটর
সম্পর্কিত প্রশ্নোত্তর_জেনারেটর কিভাবে চালাবো_CAT generator_ক্যাটারপিলার জেনারেটর
মেইন্টেন্যন্স_জেনারেটর মেইন্টেন্যন্স টিপস_কিভাবে জেনারেটর মেইন্টেন্যন্স করব_জেনারেটর
কিভাবে চালাব_generator operating_জেনারেটর সম্পর্কিত নলেজ
Post a Comment