হাইড্রোলিক সিস্টেম এর ধারনা এবং কিভাবে হাইড্রোলিক সিস্টেম কাজ করে?

 

হাইড্রোলিক সিস্টেম এর ধারনা এবং কিভাবে হাইড্রোলিক সিস্টেম কাজ করে?

হাইড্রোলিক সিস্টেম কি?

হাইড্রোলিক সিস্টেমের কাজ হচ্ছে ইলেক্ট্রিক্যাল পাওয়ার বা শক্তিকে মেকানিক্যাল শক্তিতে রুপান্তর করা। হাইড্রোলিক সিস্টেম অসংকোচনশীল তৈল বা ফ্লুয়িড ব্যাবহার করে এক ইকুইপমেন্ট থেকে অন্য ইকুইপমেন্ট এ শক্তি সঞ্চালন করে। হাইড্রোলিক সিস্টেম বেশ নিরাপদ। এটির অনেক সুবিধা রয়েছে যেমন দ্রুত অপারেশন,নির্ভুল নিয়ন্ত্রনের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের সহজতা।

সাধারন হাইড্রোলিক সিস্টেম প্যাসকেলের নিতী অনুসারে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমান ভাবে সঞ্চালিত হয়। এই সুত্র অনুযায়ী অল্প শক্তী প্রয়োগ করে অধিকতর শক্তি উৎপন্ন করা যায়।

একটি সাধারন হাইড্রোলিক সিস্টেমের কাজ হচ্ছে একটি হাইড্রোলিক পাম্প ফ্লুয়িড ওয়েলকে ট্যাংক থেকে শোষন করে এবং এটা সবশেষে একচুয়েটরে গিয়ে শেষ হয়।

একটি সাধারন হাইড্রোলিক সিস্টেম যেসব কম্পোনেন্ট দারা গঠিত তার নিম্নরুপ দেওয়া হল:

  • রিজার্ভার
  • ইলেক্ট্রিক মোটর বা ইঞ্জিন
  • হাইড্রোলিক পাম্প: সাধারনত তিন ধরনের পাম্প সবচেয়ে বেশি হাইড্রোলিক সিস্টেমে ব্যবহার হয়
  • ফিক্স ডিসপ্লেসমেন্ট পাম্প
  • ভ্যারিয়্যাবল ডিসপ্লেসমেন্ট পাম্প
  • হ্যান্ড পাম্প: এটি ম্যনুয়ালী অপারেট করা হয় সেটা হতে পারে হাত অথবা পা দিয়ে অপারেটিং।
  • হাইড্রোলিক সিলিন্ডার
  • ডাইরেকশনাল কন্ট্রোল ভাল্ব: চেক ভাল্ব, স্পুল ডাইরেকশনাল কন্ট্রোল ভাল্ব।
  • প্রেসার কন্ট্রোল ভাল্ব: প্রেসার রিলিফ ভাল্ব, প্রেসার রিডিউসিং ভাল্ব, সিকুয়েন্স ভাল্ব, কাউন্টার ব্যলান্স ভাল্ব।
  • ফ্লো কন্ট্রোল ভাল্ব।
  • প্রেসার গেজ
  • ওয়েল কুলার/হিট এক্সচেঞ্জার 

হাইড্রোলিক সিস্টেম এর ধারনা এবং কিভাবে হাইড্রোলিক সিস্টেম কাজ করে?



হাইড্রোলিক সিস্টেমের প্রকারভেদ

ওপেন হাইড্রোলিক সিস্টেম: ওপেন হাইড্রোলিক সিস্টেমে পাম্প থেকে ফ্লুয়িড আসে এবং ডিভাইসের মধ্যে চলাচল করে এবং সবশেষে ট্যাংক এ ফেরত আসে। এই হাইড্রোলিক সিস্টেমে একটি রিলিফ ভাল্ব থাকে যেটা অতিরিক্ত প্রেসারের ফ্লুয়িড ট্যাংকে ফেরত পাঠায়।

ক্লোজ হাইড্রোলিক সিস্টে: ক্লোজ হাইড্রোলিক সিস্টেমে একটি রেটার্ন হাইড্রোলিক ভাল্ব সরাসরি পাম্পের সাথে যুক্ত থাকে। ক্লোজ হাইড্রোলিক সিস্টেমে ফ্লুয়িড সর্বদা পাম্প এবং একচুয়েটরের মধ্যে চলাচল করে। একটি ছোট রিসার্ভারও যুক্ত থাকতে পারে ক্লোজ লুপ সিস্টেমে। ছোট হাইড্রোলিক লাইনে কম ফ্লুয়িড দিয়েই এই সিস্টেম কাজ করে।

হাইড্রোলিক সিস্টেম কিভাবে কাজ করে?

মোটর অথবা ইঞ্জিন হাইড্রোলিক পাম্প শ্যাফট এর সাথে যুক্ত থাকে এবং পাম্পের মাধ্যেমে ফ্লইড প্রেসার তৈরি করে। ডাইরেকশনাল ভাল্ব এই প্রেসারাইজড ফ্লইডকে একচুয়েটরকে প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করে সিস্টেমে পাঠায়। প্রেসার কন্ট্রোল ভাল্বে মাধ্যেমে ফ্লইড প্রেসারকে তাদের ব্যবহার এবং কাজের ধরন অনুযায়ী নিয়ন্ত্রন করা হয়। হাইড্রোলিক সিস্টেমে চলাকালীন অতিরিক্ত প্রেসার তৈরি হলে রিলিফ ভাল্ব অতিরিক্ত প্রেসারকে কন্ট্রোল করে হাইড্রোলিক সিস্টেমকে রক্ষা করে।

হাইড্রোলিক সিস্টেমের ওয়ার্ক সাইকেল:

মোটর/ইঞ্জিন> ফিল্টার>ফ্লইড>ডাইরেকশনাল ভাল্ব/প্রেসার কন্ট্রোল ভাল্ব/চেক ভাল্ব/একুমুলেটর>একচুয়েটর>রিলিফ ভাল্ব>ফ্লইড>ট্যাংক

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Multiplex ads